Book Name:ALLAH Pak Se Muhabbat Karne Walon Ke Waqiaat
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ০২ অক্টোবর ২০২৫ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
বাইয়াত হওয়ার অবশিষ্ট মাদানী ফুল
* যে মুরীদ দুই পীরের মাঝে অংশীদার হয়ে যায়, সে সফল হয় না। (ফতোয়ায়ে রযবিয়া, ২৬/১৩৬) * যে পীর সুন্নী, সহীহ আক্বীদার অনুসারী, আলেম এবং ফাসিক নন আর তাঁর সিলসিলা শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন হয়, তবে তাঁর হাতে বাইয়াত হওয়ার জন্য পিতা-মাতা অথবা স্বামী, কারো অনুমতির প্রয়োজন নেই। (ফতোয়ায়ে রযবিয়া, ২৬/৫৮৪) * চিঠির মাধ্যমে বাইয়াত হতে পারবে। (ফতোয়ায়ে রযবিয়া, ২৬/৫৮৫) * দূত বা চিঠির মাধ্যমে মুরীদ হওয়া যায়। (ফতোয়ায়ে রযবিয়া, ২৬/৫৮৫) * পীরের কাজ ও কথার উপর আপত্তি করা কঠোরভাবে হারাম এবং উভয় জগতের বরকত থেকে বঞ্চিত হওয়ার কারণ। (ফতোয়ায়ে রযবিয়া, ২৬/৫৮৮) * মুরীদের বাহ্যিকভাবে কোনো বুযুর্গ বা সাহিবে মাযার থেকে ফয়েয (আধ্যাত্মিক উপকারীতা) মিললেও, সেটাকে তার নিজের মুর্শিদে কামিলেরই ফয়েয মনে করা উচিত। (আদাবে মুর্শিদে কামিল, পৃ. ৯৮) * মুরীদকে সব সময় সতর্ক ও আদব সহকারে থাকা উচিত, কারণ সামান্য অবহেলা ও অসতর্কতা দ্বীন ও দুনিয়ার এমন কোনো বড় ক্ষতির কারণ হতে পারে, যার হয়তো প্রতিকারও সম্ভব হবে না। (আদাবে মুর্শিদে কামিল, পৃ. ৭০) * হযরত যুননূন মিসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যখন কোনো মুরীদ আদবের খেয়াল রাখে না, তখন সে ফিরে সেখানেই পৌঁছে যায় যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল। (আর-রিসালাতুল কুশাইরিয়্যাহ, বাবু আদব, পৃ. ৩১৯)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد