ALLAH Pak Se Muhabbat Karne Walon Ke Waqiaat

Book Name:ALLAH Pak Se Muhabbat Karne Walon Ke Waqiaat

সৌভাগ্য অর্জন করে থাকে* আপনার নিকটবর্তী চক বা মসজিদে যেখানে দরস হয়, * আপনিও সেখানে অংশগ্রহণ করুন! اِنْ شَآءَ الله * দ্বীনি ইলম শেখার সুযোগ মিলবে * যদি মসজিদে হয়, তাহলে ততক্ষণ মসজিদে বসার সওয়াব পাওয়া যাবে * নেককারদের সাহচর্যে বসার সৌভাগ্য হবে * দরস মুসলমানদেরকে মন্দ কাজ থেকে বাঁচানোর একটি মাধ্যম * দরস বেনামাযীকে নামাযী বানায় * দরস মসজিদ থেকে দূরে থাকা ব্যক্তিদেরকে মসজিদের নিকটবর্তী করে * দরসের বরকতে নেক কাজে আগ্রহ সৃষ্টি হয় * দরসের বরকতে এলাকায় দ্বীনি কাজের ধুম পড়ে যায় * আপনিও প্রতিদিন দরসে অংশগ্রহণের নিয়ত করে নিন! اِنْ شَآءَ الله নিয়মিত নামাযের পাশাপাশি দ্বীনি ইলমের অনেক কথা শেখার শেখানোর সুযোগ মিলবে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                        صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

বাইয়াত হওয়ার মাদানী ফুল

্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন, বাইয়াত হওয়া সম্পর্কে কয়েকটি মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি: * দুনিয়ায় কোনো নেককার ব্যক্তিকে নিজের ইমাম বানিয়ে নেওয়া উচিত; শরীয়তের ক্ষেত্রে তাকলীদের মাধ্যমে এবং তরিকতের ক্ষেত্রে বাইয়াতের মাধ্যমে, যাতে হাশর নেককারের সাথে হয়। (আদাবে মুর্শিদে কামিল, পৃ. ১৩) * ঈমান হিফাযতের একটি মাধ্যম হলো কোনো মুর্শিদে কামিলের মুরীদ হওয়া। (আদাবে মুর্শিদে কামিল, পৃ. ১২) * সকল শর্ত পূরণকারী শায়খের হাতে বাইয়াত হওয়া মুসলমানদের উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সুন্নাত এবং এতে দ্বীন, দুনিয়া ও আখেরাতের অগণিত উপকার ও বরকত রয়েছে। (ফতোয়ায়ে রযবিয়া, ২৬/৫৭৫)
* পীর আখেরাতের বিষয়াবলীর জন্য বানানো হয়, যাতে তাঁর পথপ্রদর্শন ও বাতেনী দৃষ্টির বরকতে মুরীদ আল্লাহ পাক ও রাসূল