Book Name:ALLAH Pak Se Muhabbat Karne Walon Ke Waqiaat
সৌভাগ্য অর্জন করে থাকে। * আপনার নিকটবর্তী চক বা মসজিদে যেখানে দরস হয়, * আপনিও সেখানে অংশগ্রহণ করুন! اِنْ شَآءَ الله * দ্বীনি ইলম শেখার সুযোগ মিলবে * যদি মসজিদে হয়, তাহলে ততক্ষণ মসজিদে বসার সওয়াব পাওয়া যাবে। * নেককারদের সাহচর্যে বসার সৌভাগ্য হবে। * দরস মুসলমানদেরকে মন্দ কাজ থেকে বাঁচানোর একটি মাধ্যম। * দরস বেনামাযীকে নামাযী বানায়। * দরস মসজিদ থেকে দূরে থাকা ব্যক্তিদেরকে মসজিদের নিকটবর্তী করে। * দরসের বরকতে নেক কাজে আগ্রহ সৃষ্টি হয়। * দরসের বরকতে এলাকায় দ্বীনি কাজের ধুম পড়ে যায়। * আপনিও প্রতিদিন দরসে অংশগ্রহণের নিয়ত করে নিন! اِنْ شَآءَ الله নিয়মিত নামাযের পাশাপাশি দ্বীনি ইলমের অনেক কথা শেখার ও শেখানোর সুযোগ মিলবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী
ভাইয়েরা! আসুন, বাইয়াত হওয়া সম্পর্কে কয়েকটি মাদানী ফুল
শোনার সৌভাগ্য অর্জন করি: * দুনিয়ায় কোনো
নেককার ব্যক্তিকে নিজের ইমাম বানিয়ে নেওয়া উচিত; শরীয়তের ক্ষেত্রে
তাকলীদের মাধ্যমে এবং তরিকতের ক্ষেত্রে বাইয়াতের মাধ্যমে, যাতে
হাশর নেককারের সাথে হয়। (আদাবে মুর্শিদে কামিল, পৃ. ১৩) * ঈমান
হিফাযতের একটি মাধ্যম হলো কোনো মুর্শিদে কামিলের মুরীদ হওয়া। (আদাবে
মুর্শিদে কামিল, পৃ. ১২) * সকল
শর্ত পূরণকারী শায়খের হাতে বাইয়াত হওয়া মুসলমানদের উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সুন্নাত
এবং এতে দ্বীন, দুনিয়া ও আখেরাতের অগণিত উপকার ও বরকত রয়েছে। (ফতোয়ায়ে
রযবিয়া, ২৬/৫৭৫)
* পীর
আখেরাতের বিষয়াবলীর জন্য বানানো হয়, যাতে তাঁর পথপ্রদর্শন
ও বাতেনী দৃষ্টির বরকতে মুরীদ আল্লাহ পাক ও রাসূল