ALLAH Pak Se Muhabbat Karne Walon Ke Waqiaat

Book Name:ALLAH Pak Se Muhabbat Karne Walon Ke Waqiaat

বয়ান শোনার নিয়্যত

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল(জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

 صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

প্রিয় ইসলামী ভাইয়েরা! দ্বিতীয় পারার সূরা বাকারার ১৬৫নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:

 

وَ الَّذِیْنَ اٰمَنُوْۤا اَشَدُّ حُبًّا لِّلّٰهِؕ

(পারা , সূরা বাকারা, আয়াত ১৬৫)

কানযুল ঈমানের অনুবাদ: এবং ঈমানদাররা সবচেয়ে বেশী আল্লাহকে ভালবাসে

র্ণনাকৃত আয়াতে মুবারাকার আলোকে তাফসীরে “সীরাতুল জিনান” এর ১ম খন্ডের ২৬৪ পৃষ্ঠায় রয়েছে: আল্লাহ পাকের মকবুল বান্দারা সকল সৃষ্টির চেয়ে বেশী আল্লাহ পাককেই ভালবাসে। আল্লাহ পাকের ভালবাসায় বেঁচে থাকা, আল্লাহ পাকের ভালবাসায় মৃত্যুবরণ করাই তাদের জীবণের মূল উদ্দেশ্য হয়ে থাকে। নিজের সকল আনন্দে আল্লাহ পাকের সন্তুষ্টিকেই প্রাধান্য দেয়া, নরম এবং পুরু বিছানা ছেড়ে মুনিবের দরবারে মাথা নত করা, আল্লাহ পাকের স্বরণে কান্না করা, আল্লাহ পাকের সন্তুষ্টি