Yadgari e Ummat Per Lakhon Salam

Book Name:Yadgari e Ummat Per Lakhon Salam

প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মতের তো প্রিয় নবী, রাসূলে আরবী
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আনুগত্যকারী হওয়া উচিৎ, আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মতের তো সুন্নাতের অনুসারী হওয়া উচিৎ আল্লাহ করীম আমাদের সবাইকে দয়ালু নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এবং সুন্নাতের উপর আমল করার তৌফিক নসীব করুক  اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

হাদীসে পাক সম্পর্কে মাদানী ফুল

      প্রিয় ইসলামী বোনেরা! আসুন! হাদীসে পাক সম্পর্কিত কিছু মূল্যবান মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি প্রথমে প্রিয় নবী
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী লক্ষ্য করুন: () ইরশাদ করেন: যে ব্যক্তি দ্বীনি বিষয়াবলী সম্পর্কিত চল্লিশটি (৪০) হাদীস মুখস্থ করে আমার উম্মত পর্যন্ত পৌঁছে দেবে, আল্লাহ পাক (কিয়ামতের দিন) তাকে এই মর্যাদার সাথে উঠাবেন যে, সে একজন ফকীহ (ইসলামী আইনবিদ) হবে এবং আমি কিয়ামতের দিন তার জন্য শাফায়াত (সুপারিশ) করব এবং তার পক্ষে সাক্ষ্য দেব (মিশকাতুল মাসাবীহ, কিতাবুল ইলম, তৃতীয় অধ্যায়, /৬৮, হাদীস: ২৫৮)
() ইরশাদ করেন: আল্লাহ পাক তাকে সতেজ রাখুন, যে আমার হাদীস শোনে, মুখস্থ রাখে এবং অন্যদের কাছে পৌঁছে দেয় (তিরমিযী, /২৯৮, হাদীস: ২৬৬৫) ó হাদীস বলা হয় হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কথা, কাজ, অবস্থা এবং মৌন সম্মতিকে (নুযহাতুল ক্বারী, /৮৭) ó এই জ্ঞান অর্জন করা ফরযে কিফায়া যদি সমগ্র উম্মতের মধ্যে এর কোনো জ্ঞানী ব্যক্তি না পাওয়া যায়, তবে সমগ্র উম্মত গুনাহগার হবে (নিসাবু উসূলিল হাদীস মাআ ইফাদাতি রিদওয়িয়্যাহ, ২৮) ó কুরআনে মাজীদের মতো রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর