Yadgari e Ummat Per Lakhon Salam

Book Name:Yadgari e Ummat Per Lakhon Salam

এর নূরানী চেহারা নূরানী কবরে দেখেছি, আমি দেখলাম যে, হুযুরে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নূরানী কবরে নিজের মুবারক ঠোঁট নাড়ছেন, আমি আমার কানকে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক মুখের নিকট করলাম, আমি শুনলাম যে হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলছেন: ربِّ اُمَّتِی اُمَّتِی অর্থাৎ আল্লাহ পাক! আমার উম্মত, আমার উম্মত (মাদারিজুন নবুয়ত, /৪৪২)

    প্রসঙ্গে একটি হাদীসেও রয়েছে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যখন আমার ওফাত হয়ে যাবে, তখন নিজের কবরে সর্বদা বলতে থাকবো: یا ربِّ اُمَّتِی اُمَّتِی (অর্থাৎ রাব্বে করীম! আমার উম্মত, আমার উম্মত) এমনকি দ্বিতীয় শিঙ্গায় ফুঁক দেয়া হবে

(কানযুল উম্মাল, কিতাবুল কিয়ামাতি, /১৭৮, হাদীস  ৩৯১০৮)

(২) মাওলানা সরদার আহমদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বাণী

    হযরত আল্লামা মাওলানা সরদার আহমদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলতেন: হুযুরে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তো সারা জীবন আমাদেরকে উম্মতি উম্মতি বলে ফরিয়াদ করতে থাকেন, নূরানী কবরেও উম্মতি উম্মতি করছেন এবং কিয়ামত পর্যন্ত করতে থাকবেন এমনকি হাশরের দিনেও উম্মতি উম্মতি করবেন সত্য কথা হলো যে, যদি শুধুমাত্র একবারই উম্মতি বলে দিতেন আর আমরা সারা জীবন ইয়া নবী ইয়া নবী, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) বলতাম তবুও সেই একবার উম্মতি বলার হক আদায় হতে পারে না (আশিকে আকবর, ৫৩ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد