Yadgari e Ummat Per Lakhon Salam

Book Name:Yadgari e Ummat Per Lakhon Salam

    আলা হযরত, ইমামে আহলে সুন্নাত মাওলানা ইমাম আহমদ রযা খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আপনারা কি কখনো শুনেছেন যে, যাঁর আপনাদের প্রতি সত্যিকার ভালবাসা রয়েছে অতঃপর প্রেমিকও কেমন! ঈমানের প্রাণ এবং কল্যাণের ভান্ডার, যাঁর সৌন্দর্য জগতকে সজ্জিতকারী সৌন্দর্যের উদাহরণ কোথাও পাওয়া যাবে না এবং তাকদীরের কলম তাঁর আকৃতি বানিয়ে হাত গুটিয়ে নিলো যে, আর কখনো এরূপ লিখবো না কিরূপ মাহবুব? যাকে তাঁর মালিক সকল জাহানের জন্য রহমত স্বরূপ (বানিয়ে) পাঠালেন, কিরূপ মাহবুব? যিনি নিজের উপর একটি জগতের বোঝা উঠিয়ে নিলেন, কিরূপ মাহবুব? যিনি তোমার কষ্টে দিনের খাবার, রাতের ঘুম ত্যাগ করে দিলেন তোমরা রাতদিন তাঁর অবাধ্যতায় লিপ্ত এবং খেলাধুলায় লিপ্ত রয়েছো আর তিনি তোমাদের ক্ষমার জন্য রাতদিন কান্নাকাটি বিষন্ন হয়ে থাকতেন রাতকে আল্লাহ পাক আরামের জন্য বানিয়েছেন, সকাল সন্নিকটে, ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে, প্রত্যেকের মন তখন আরামের দিকে ধাবিত হয়, বাদশাহ নিজের গরম বিছানা, নরম বালিশে আরামে মশগুল এবং যারা অসহায়, তাদেরও পা দুই গজ চাদর দ্বারা আবৃত, এমনই সুন্দর সময়, ঠান্ডা যুগে, সেই নিষ্পাপ, গুনাহহীন, পবিত্র আত্মা, যার আশ্রয়ে পবিত্রতা, নিজের আরাম আয়েশকে ছেড়ে দিয়ে, আরামের ঘুম থেকে মুখ ফিরিয়ে নিয়ে, পবিত্র কপাল আল্লাহ পাকের দরবারে রেখে দিলেন যে, ইলাহী! আমার উম্মত গুনাহগার, ক্ষমা করে দাও এবং তাদের সকলের শরীরকে দোযখের আগুন থেকে বাঁচাও (ফতোওয়ায়ে রযবীয়া, ৩০/৭১৬-৭১৭)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد