Musibaton Par Sabr Ka Zehen Kaise Banye?

Book Name:Musibaton Par Sabr Ka Zehen Kaise Banye?

 

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

হযরত আইয়ুব এর পরীক্ষা

যরত আইয়ুব عَلَیْہِ السَّلَام হযরত ইসহাক عَلَیْہِ السَّلَام এর বংশধরদের মধ্যে অন্যতম। তাঁর عَلَیْہِ السَّلَام পিতা হযরত লূত عَلَیْہِ السَّلَام এর বংশের ছিলেন। আল্লাহ পাক তাঁকে সব ধরনের নিয়ামত দান করেছিলেন; যেমন: সুন্দর চেহারা, অধিক সন্তান-সন্ততি এবং অঢেল সম্পদ দান করা হয়েছিলো। আল্লাহ পাক তাঁকে عَلَیْہِ السَّلَام পরীক্ষায় ফেললেন। অতঃপর , তাঁর عَلَیْہِ السَّلَام সন্তানরা ঘর ধ্বসে চাপা পড়ে মারা গেল, হাজার হাজার উট ও বকরিসহ সমস্ত পশু মারা গেল। সমস্ত ক্ষেত এবং বাগান (ধ্বংস) হয়ে গেল, এমনকি কিছুই অবশিষ্ট রইল না। যখন তাঁকে এই জিনিসগুলোর ধ্বংস ও বিনাশের খবর দেওয়া হলো তখন তিনি عَلَیْہِ السَّلَام আল্লাহ পাকের প্রশংসা করতেন এবং বলতেন: আমার কী আছে! যার ছিল তিনি নিয়ে নিয়েছেন। যতক্ষণ তিনি আমাকে দিয়ে রেখেছিলেন, আমার কাছে ছিল, যখন তিনি চাইলেন নিয়ে নিলেন। তাঁর শুকরিয়া আদায় করা সম্ভব নয় এবং আমি তাঁর ইচ্ছার উপর রাজি। এরপর তিনি عَلَیْہِ السَّلَام অসুস্থ হয়ে গেলেন, সমস্ত শরীরে ফোসকা পড়ে গেল এবং শরীর মোবারক (ক্ষত) দিয়ে ভরে গেল। এই অবস্থায় সবাই তাঁকে ছেড়ে চলে গেল, কিন্তু তাঁর সম্মানিতা স্ত্রী রহমত বিনতে আফরাঈম তাঁকে ছাড়েননি এবং তিনি তাঁর সেবা করতে থাকলেন। তাঁর এই অবস্থা বেশ কয়েক বছর ধরে ছিল। অবশেষে, এমন একটি কারণ ঘটল যে, তিনি আল্লাহর দরবারে দুআ করলেন: হে আমার রব! আমাকে দুঃখ-কষ্ট স্পর্শ করেছে এবং আপনি সকল দয়ালুদের চেয়েও অধিক