Book Name:Musibaton Par Sabr Ka Zehen Kaise Banye?
দয়ালু। (খাযিন, আল-আম্বিয়া: ৮৩, ৩/২৮৬-২৮৮, সংক্ষেপে) আল্লাহ পাক হযরত আইয়ুব عَلَیْہِ السَّلَام এর দুআ কবুল করলেন এবং তাঁর যে কষ্ট ছিল তা এভাবে দূর করে দিলেন যে হযরত আইয়ুব عَلَیْہِ السَّلَام কে বললেন: আপনি মাটিতে পা দিয়ে আঘাত করুন। তিনি পা দিয়ে আঘাত করতেই একটি ঝর্ণা প্রবাহিত হলো। তাঁকে عَلَیْہِ السَّلَام আদেশ দেওয়া হলো যে, তা দিয়ে গোসল করুন। তিনি عَلَیْہِ السَّلَام গোসল করতেই শরীরের বাইরের সমস্ত রোগ দূর হয়ে গেল। এরপর তিনি عَلَیْہِ السَّلَام চল্লিশ কদম হাঁটলেন, তারপর আবার মাটিতে পা দিয়ে আঘাত করার আদেশ হলো। তিনি عَلَیْہِ السَّلَام আবার পা দিয়ে আঘাত করতেই সেখান থেকেও একটি ঝর্ণা প্রবাহিত হলো, যার পানি অত্যন্ত ঠান্ডা ছিল। তিনি عَلَیْہِ السَّلَام আল্লাহ পাকের আদেশে সেই পানি পান করলেন, যার ফলে শরীরের ভেতরের সমস্ত রোগ দূর হয়ে গেল এবং তিনি عَلَیْہِ السَّلَام সর্বোচ্চ স্তরের স্বাস্থ্য লাভ করলেন। (খাযিন, আল-আম্বিয়া, আয়াত: ৮৪ এর অধীনে, ৩/২৯১) আল্লাহ পাক হযরত আইয়ুব عَلَیْہِ السَّلَام এর উপর এই অনুগ্রহ নিজের পক্ষ থেকে তাঁর প্রতি রহমত হিসেবে এবং ইবাদতকারীদের উপদেশ দেওয়ার জন্য করেছিলেন, যাতে তারা এই ঘটনা থেকে পরীক্ষা এবং বিপদের উপর ধৈর্য ধারণ করতে পারে এবং এই ধৈর্যের মহান পুরস্কার সম্পর্কে অবগত হয়ে ধৈর্যধারণ করে প্রতিদান ও সওয়াব লাভ করতে পারে। (খাযিন, আল-আম্বিয়া, আয়াত: ৮৪ এর অধীনে, ৩/২৯১)
(মাদারিক, আল-আম্বিয়া, আয়াত: ৮৪ এর অধীনে, পৃ. ৭২৪, সংক্ষেপে)
হযরত আইয়ুব عَلَیْہِ السَّلَام এর এই ঘটনাটি কুরআনুল কারীমেও বর্ণনা করা হয়েছে। যেমন: পারা ১৭, সূরাতুল আম্বিয়ার ৮৩ এবং ৮৪ নম্বর আয়াতে রাব্বুল আলামীনের ইরশাদ হচ্ছে:
وَ اَیُّوْبَ اِذْ نَادٰی رَبَّہٗۤ اَنِّیْ مَسَّنِیَ الضُّرُّ وَ اَنْتَ اَرْحَمُ الرّٰحِمِیْنَ (ۚۖ۸۳) فَاسْتَجَبْنَا لَہٗ فَکَشَفْنَا مَا بِہٖ مِنْ ضُرٍّ وَّ اٰتَیْنٰہُ اَھْلَہٗ وَ مِثْلَہُمْ مَّعَہُمْ رَحْمَۃً مِّنْ عِنْدِنَا وَ ذِکْرٰی لِلْعٰبِدِیْنَ
(পারা ১৭, সূরা আম্বিয়া, আয়াত ৮৩-৮৪) কানযুল ঈমানের অনুবাদ: এবং আইয়ুবকে (স্নরণ করুন) যখন সে আপন প্রতিপালককে ডাকল,আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে এবং তুমি সমস্ত দয়ালুর মধ্যে সর্বাধিক দয়ালু, অতঃপর আমি তাঁর প্রার্থনা শুনেছি তখন আমি দূরীভূত করেছি যে দুঃখ কষ্ট তার ছিলো, এবং আমি তাঁকে তার পরিজনবর্গ ও তাদের সাথে