Fazail e Hasnain e Karimain

Book Name:Fazail e Hasnain e Karimain

আমাদেরও আহলে বাইতে পাক (رَضِیَ اللهُ عَنْہُمْ اَجْمَعِين) এর সাথে ভালবাসা বজায় রেখে তাঁদের পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করা উচিত আল্লাহ্‌ করীম তাঁদের সদকায় আমাদেরকেও গুনাহ থেকে বাঁচার তাওফীক দান করুক এবং খুব খুব নেকী করে জান্নাতে এই নেক ব্যক্তিদের নৈকট্য দান করুকاٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

তিরমিযী শরীফে আছে: সাইয়্যিদুল আউলিয়া, মাওলা মুশকিল কুশা, শেরে খোদা হযরত আলী মুরতাজা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: ইমাম হাসান رَضِیَ اللهُ عَنْہُ বক্ষ থেকে মস্তক পর্যন্ত মাহবুবে রহমান صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে খুব সাদৃশ্যপূর্ণ ছিলেন এবং ইমাম হুসাইন  رَضِیَ اللهُ عَنْہُ এর থেকে নীচের অংশে রাসূলুল্লাহ  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে খুব সাদৃশ্যপূর্ণ ছিলেন

 

হাকীমুল উম্মত হযরত মুফতী আহমদ ইয়ার খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীস শরীফের ব্যাখ্যায় বলেন: মনে রাখবেন, হযরত ফাতিমা যাহরা رَضِیَ اللهُ عَنْہَا মাথা থেকে পা পর্যন্ত হুবহু মুস্তফার প্রতিচ্ছবি ছিলেন আর তাঁর (رَضِیَ اللهُ عَنْہَا) সন্তানদের (অর্থাৎ হাসানাইন কারিমাইন رَضِیَ اللهُ عَنْہُمَا) মধ্যে এই সাদৃশ্য ভাগ করে দেওয়া হয়েছিল

হযরত ইমাম হুসাইন (رَضِیَ اللهُ عَنْہُ) এর পায়ের নলা থেকে কদম শরীফ পর্যন্ত এবং গোড়ালি হুবহু হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাদৃশ্যপূর্ণ ছিল হুযুর  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে প্রাকৃতিক সাদৃশ্যও আল্লাহ্‌ করীমের নেয়ামত যে ব্যক্তি নিজের কোনো আমলকে হুযুর (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) এর আমলের সাদৃশ্যপূর্ণ করে নেয়, তার ক্ষমা হয়ে যায় তাহলে যাকে আল্লাহ্‌ পাক তাঁর মাহবুব (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) এর সাদৃশ্যপূর্ণ করেন, তার মাহবুব হওয়ার কী অবস্থা হবে! (মিরআত, /৪৮০)

 

্রিয় ইসলামী ভাইয়েরা! যখন সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان সরকারে মদীনা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে তাঁর আহলে বাইত رَضِیَ اللهُ عَنْہُمْ اَجْمَعِين এবং প্রিয় দৌহিত্রদের رَضِیَ اللهُ عَنْہُمَا এর প্রতি অশেষ মুহাব্বত করতে দেখতেন, তখন তাঁরা হুযুর পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে সম্পর্কের কারণে এই মহান ব্যক্তিদের প্রতিও ভালবাসা ও স্নেহ প্রদর্শন করতেন এবং তাঁর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বাহ্যিক ওফাতের পরেও তাঁরা হুযুর পাক