Book Name:Fazail e Hasnain e Karimain
(১) ইরশাদ করেছেন: যে আমার আহলে বাইতের কোনো সদস্যের সাথে ভালো ব্যবহার করবে, আমি কিয়ামতের দিন তার প্রতিদান তাকে (দান) করব। (জামে সগীর, পৃষ্ঠা ৫৩৩, হাদীস: ৮৮২১)
(২) ইরশাদ করেছেন: যে ব্যক্তি আব্দুল মুত্তালিবের সন্তানদের কারো সাথে দুনিয়াতে কোনো নেকী (ভালো কাজ) করবে, তার প্রতিদান (বদলা) দেওয়া আমার উপর আবশ্যক, যখন সে কিয়ামতের দিন আমার সাথে সাক্ষাৎ করবে। (তারিখে বাগদাদ, নম্বর ৫২২১, আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন আবি কামিল, ১০/১০২)
- সাদাতে কিরামের তা'যীম ফরয এবং তাঁদের অপমান হারাম।
(কুফরী কালামাত কে বারে মে সাওয়াল জওয়াব, পৃষ্ঠা ২৭৭)
- সাদাতে কিরামের তা'যীম ও সম্মানের মূল কারণ এটাই যে, এই মহান ব্যক্তিরা রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র শরীরের অংশ।
(সাদাতে কিরাম কি আযমত, পৃষ্ঠা ৭)
সাদাতে কিরামের তা'যীমের আদব সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ মাদানী ফুল তারবিয়্যাতী হালকাসমূহে বর্ণনা করা হবে। সুতরাং, এই মাদানী ফুলগুলো জানার জন্য তারবিয়্যাতী হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ
الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ