Fazail e Hasnain e Karimain

Book Name:Fazail e Hasnain e Karimain

সাদাতে কিরামের তা'যীমের আদব সম্পর্কে

অবশিষ্ট মাদানী ফুল

*   আল্লাহ্‌ পাকের রহমত হয়ে দুনিয়াতে তাশরীফ আনা নবীয়ে করীম
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর তা'যীম সম্মানের মধ্যে এটাও অন্তর্ভুক্ত যে, যে সমস্ত জিনিস হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে সম্পর্ক রাখে, সেগুলোর তা'যীম করা (আশ-শিফা, খণ্ড , পৃষ্ঠা ৫২)

*   তা'যীমের জন্য না কোনো (দৃঢ়বিশ্বাস) দরকার, আর না কোনো বিশেষ সনদের প্রয়োজন সুতরাং, যারা সাইয়্যিদ বলে পরিচিত, তাদের তা'যীম করা উচিত (সাদাতে কিরাম কি আযমত, পৃষ্ঠা ১৪)

*   যে বাস্তবে সাইয়্যিদ নয় এবং জেনে-শুনে (ইচ্ছাকৃতভাবে) সাইয়্যিদ হওয়ার দাবি করে, সে (অভিশপ্ত)  তার না কোনো ফরয কবুল হবে, না নফল (সাদাতে কিরাম কি আযমত, পৃষ্ঠা ১৬)

*   যদি কোনো বদ-মাযহাব সাইয়্যিদ হওয়ার দাবি করে এবং তার বদ-মাযহাবী কুফরের পর্যায়ে পৌঁছে যায়, তবে তার তা'যীম কখনো করা যাবে না (সাদাতে কিরাম কি আযমত, পৃষ্ঠা ১৭)

*   সাদাতে কিরামের তা'যীম আমাদের শাফাআতকারী আকায়ে করীম
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর তা'যীম

(ফতোওয়ায়ে রযবীয়া / সংগৃহীত, সাদাতে কিরাম কি আযমত, পৃষ্ঠা )

 

*   দ্বীনি উস্তাদও সাইয়্যিদকে মারা থেকে বিরত থাকবে

(কুফরী কালামাত কে বারে মে সাওয়াল জওয়াব, পৃষ্ঠা ২৮৪)

*   সাদাতে কিরামকে এমন কাজে কর্মচারী রাখা যেতে পারে, যাতে কোনো অপমান নেই তবে অপমানজনক কাজে তাদেরকে কর্মচারী রাখা জায়েয নয় (সাদাতে কিরাম কি আযমত, পৃষ্ঠা ১২)

*   সাইয়্যিদকে সাইয়্যিদ হিসেবে (অর্থাৎ তিনি সাইয়্যিদ হওয়ার কারণে) অপমান করা কুফর (কুফরী কালামাত কে বারে মে সাওয়াল জওয়াব, পৃষ্ঠা ২৭৬)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد