Book Name:Sura Fatiah Fazail Aur Ramzan
করেছেন বা শুনেছে? বা সিরাতুল জিনান থেকে কমপক্ষে দুই পৃষ্ঠ পাঠ করে বা শুনে নিয়েছেন? প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه কুরআনের তাফসীরের মধ্যে একটি তাফসীর, যা খুবই সহজভাবে লিখা হয়েছে, এর নাম হলো, “সীরাতুল জিনান”, যা মাকতাবাতুল মদীনা প্রকাশ করেছে, যদি আমরা উল্লেখিত নেক আমলের উপর আমল করে তাফসীরে সীরাতুল জিনান অধ্যয়ন করাকে নিজের অভ্যাসে পরিণত করে নিই, তবে বিশ্বাস করুন ইলমে দ্বীনের অশেষ ভান্ডার হাতে এসে যাবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
পানির অপচয় থেকে বাঁচার মাদানী ফুল
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা (অযুর পদ্ধতি) থেকে পানির অপচয় থেকে বাঁচার ব্যাপারে কিছু মাদানী ফুল শ্রবন করি: প্রথমে দুটি ফরমানে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم: (১) ইরশাদ করেন: অযুতে অনেক বেশি পানি প্রবাহিত করাতে কোন কল্যাণ নেই এবং এই কাজ শয়তানের পক্ষ থেকে। (কানযুল উম্মাল, ৯/১৪৪, হাদীস ২৬২৫৫) (২) প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এক ব্যক্তিকে অযু করতে দেখে ইরশাদ করলেন: অপচয় করো না, অপচয় করো না। (সুনানে ইবনে মাজাহ, ১/২৫৪) * যদি ওয়াকফের পানি দ্বারা অযু করে তবে বেশি খরচ করা সর্বসম্মতিক্রমে হারাম। (অযুর পদ্ধতি, ৪২ পৃষ্ঠা) * অনেকে অঞ্জলিতে পানি এমনভাবে নেয় যে, উপচে পড়ে যায় অথচ যা পড়ে গেছে তা বেকার হয়ে গেছে, সতর্কতা অবলম্বন করা উচিৎ। (অযুর পদ্ধতি, ৪২ পৃষ্ঠা) * আজ পর্যন্ত যতটুকু নাজায়িয অপচয় করেছে, তা থেকে তাওবা করে ভবিষ্যতে বাঁচার পূর্ণ চেষ্টা শুরু করুন। * অযু করার সময় নল সতর্কতার সহিত খুলুন, অযুর সময় সম্ভব হলে এক হাত নলের উপর রাখুন আর প্রয়োজন শেষে বারবার নল বন্ধ করতে থাকুন।
পানি অপচয়ের অবশিষ্ট মাদানী ফুল তরবিয়্যতি হালকায় বর্ণনা করা হবে সুতরাং এগুলো জানার জন্য তরবিয়্যতি হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد