Sura Fatiah Fazail Aur Ramzan

Book Name:Sura Fatiah Fazail Aur Ramzan

          سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! একটি ভাবুন! এটি কত মহান ফযীলত। সূরা ফাতিহার ৭টি আয়াত রয়েছে, বান্দা একটি করে আয়াত পাঠ করে, আল্লাহ পাক সেটা শোনেন এবং প্রতিটি আয়াতের উত্তর দেন। আল্লামা ইবনে রজব হাম্বলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এটি (অর্থাৎ বান্দার সূরা ফাতিহা পাঠ করা এবং আল্লাহ পাকের উত্তর প্রদান করা) সূরা ফাতিহার একটি বিশেষ ফযীলত যা সূরা ফাতিহা ব্যতীত অন্য কোনো সূরায় পাওয়া যায় না। (তাফসীরে ইবনে রজব হাম্বলী ১ম পারা, সূরা ফাতিহা, ১/৬৮পৃষ্ঠা)

 

সূরা ফাতিহার বিষয়বস্তু

          প্রিয় ইসলামী ভাইয়েরা! সূরা ফাতিহা এমন একটি মহান সূরা যার ৭টি আয়াতে সমগ্র কুরআনের সারসংক্ষেপ বর্ণনা করা হয়েছে, বরং পবিত্র হাদীসে রয়েছে: যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো, সে যেন তাওরাত, যবুর, ইঞ্জিল এবং পবিত্র কুরআন (অর্থাৎ চারটি আসমানী মহাগ্রন্থ) তিলাওয়াত করলো। (তাফসীরে দুররে মনসুর, ১ম পারা, সূরা ফাতিহা, ১/১৬ পৃষ্ঠা)

 

          ইমাম হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ থেকে বর্ণিত, আল্লাহ পাক ১০৪টি গ্রন্থ নাযিল করেছেন এবং সেই ১০৪টি মহান আসমানী গ্রন্থের বিষয়বস্তু তাওরাত, যবুর, ইঞ্জিল এবং পবিত্র কুরআনে বর্ণনা করেছেন, অতঃপর তাওরাত, যবুর ও ইঞ্জিলের যাবতীয় জ্ঞান পবিত্র কুরআনে বর্ণনা করেছেন। আর সূরা ফাতিহায় সমগ্র কুরআনের সকল জ্ঞান একত্রিত করে দিয়েছেন। সুতরাং যে ব্যক্তি সূরা ফাতিহার তাফসীর বুঝতে সক্ষম হলো সে যেন সমস্ত আসমানী কিতাবের তাফসীর পড়ে নিলো।

(শুয়াবুল ঈমান, ২/৪৫১ পৃষ্ঠা, হাদীস: ২৩৭১)

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! অনুমান করুন! সূরা ফাতিহা কত ব্যাপক সূরা, এই ৭টি ছোট আয়াতে কত জ্ঞান একত্রিত করা হয়েছে। তাই ইসলামের চতুর্থ খলিফা আমীরুল মু'মিনীন হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি চাইলে সূরা ফাতিহার ব্যাখ্যা দিয়ে ৭০টি উট পূর্ণ করতে পারি।

(কুতুল কুলুব ১/৯২)

 

          সায়্যিদি আ'লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একটি উট কত মন বোঝা বহন করে এবং প্রতিটি মনে কত হাজার উপাদান থাকে? যদি এটি গণনা করা হয়, তাহলে প্রায় ২৫ লক্ষ খন্ড হয়। এটা তো শুধু সূরা ফাতিহার তাফসীর, তাহলে অবশিষ্ট মহান কালামের হিসাব কেমন হবে!

(ফতোয়ায়ে রযবীয়া, ২২/৬১৯)

 

নাম্বার নেক আমলের উৎসাহ

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা কুরআনে পাকের শুধুমাত্র একটি সূরা, সূরায়ে ফাতিহার ফযিলত শুনলাম, কিরূপ মহান ফযিলত, তো ভাবুন তো সম্পূর্ণ কুরআনের ফযিলতের অবস্থা কিরূপ হবে। তাই আমাদের উচিৎ যে, আমরা কুরআনে পাকের তাফসীর অধ্যয়ন করা,
اَلْحَمْدُ لِلّٰه শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আমাদেরকে “৭২টি নেক আমল” এর মধ্যে এমন একটি নেক আমল দিয়েছেন যে, এর উপর যদি আমরা আমল করি তবে কুরআনে পাক বুঝে পাঠ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে, সেই নেক আমলটি হলো: আজ কি আপনি কানযুল ঈমান ও খাযায়িনুল ইরফান বা নূরুল ইরফান থেকে কমপক্ষে তিন আয়াত অনুবাদ ও তাফসীরসহ পাঠ