Book Name:Nekiyan Chupaye
পাকের জন্য নিজের চেহারা অবনত অবস্থায় সিজদা করে এবং নিজেদের পায়ের উপর কিয়াম করে অতিবাহিত হয়।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! আমাদের বুযুর্গগণ নেকী গোপন করার কিরূপ উপায় অবলম্বন করতেন। হায়! এই নেককার বান্দাদের সদকায় আমরাও যেনো নেককার হয়ে যাই। আর শরীয়তের বিনা অনুমতিতে ও বিনা প্রয়োজনে নিজের নফল রোযা, কুরআন তিলাওয়াত, সদকা ও খয়রাত, ওযীফা পাঠ, নিজের সৈয়দ, হাফিয এবং আলিমে দ্বীন হওয়ার ব্যাপারে কাউকে বলবেন না।
আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمও আমাদেরকে নিজের নেক আমল গোপন করার উৎসাহ দিয়েছেন।
ইরশাদ করেন: তোমাদের মধ্যে যে ব্যক্তি নেক আমল গোপন রাখার ক্ষমতা রাখো তবে তার উচিৎ, সে যেনো এরূপ করে (অর্থাৎ নিজের নেক আমলকে গোপন করে)। (জামে সগীর, ৫১২ পৃষ্ঠা, হাদীস: ৮৪০৫) (নেকীয়াঁ ছুপাও, ১২ পৃষ্ঠা)
রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করনে: ঐ যিকির, যা পাহারাদার ফিরিশতারাও শুনতে পায়না, ঐ যিকিরের উপর, যা শুনতে পায়, সত্তর (৭০) গুণ বেশি মর্যাদাপূর্ণ।
(কানযুল উম্মাল, কিতাবুয যিকির, ১/২২৭, ১ম অংশ, হাদীস: ১৯২৫। রিসালা নেকীয়াঁ ছুপাও, ১২ পৃষ্ঠা)
হায়! আমরা যেনো আমাদের নফল রোযা, নফল নামায, নফল হজ্ব এবং ওমরা, সদকা ও খয়রাত, দ্বীনি খিদমতের কথা বিনা কারণে বলে বেড়ানো থেকে বেঁচে থাকি, তাহাজ্জুদ, ইশরাক ও চাশত এবং আওয়াবিন ইত্যাদি নফল নামায যথাসম্ভব মানুষের