Book Name:Hazrat Salman Farsi
থেকে পালিয়ে যায়। (মুসলিম, ৩০৬ পৃষ্ঠা, হাদীস: ১৮২৪) (২) ইরশাদ করলেন: যেই ঘরে আল্লাহ পাকের যিকির করা হয় এবং যেই ঘরে আল্লাহ পাকের যিকির করা হয় না, সেগুলোর উদাহরণ হলো জীবিত ও মৃতের মতো। (বুখারী, ৪/২২০ পৃষ্ঠা, হাদীস: ৬৪০৭) * ঘরে আসা যাওয়া করার সময় উঁচু আওয়াজে সালাম করুন। * পিতা বা মাতাকে আসতে দেখলে তাঁদের সম্মানে দাঁড়িয়ে যান। * দিনে কমপক্ষে একবার ইসলামী ভাই পিতা বা ইসলামী বোন মায়ের হাত ও পা চুম্বন করুন। * মাতা - পিতার সামনে আওয়াজ নিচু রাখুন, কখনো তাঁদের চোখে চোখ রাখবেন না। * তাদের নির্দেশকৃত ঐকাজ যা শরয়ী পরিপন্থি নয় তা অবশ্যই দ্রুত পালন করুন। * মা বরং ঘর (ও বাহিরে) বরং একদিনের বাচ্চাকেও “আপনি” বলে সম্বোধন করুন। * নিজের এলাকার মসজিদে এশারের নামাযের পর থেকে দুই ঘন্টার মধ্যে ঘুমিয়ে পড়ুন। হায়! যদি তাহাজ্জুদে চোখ খুলে যেতো অন্যথায় কমপক্ষে ফযরের নামায সহজেই (মসজিদের প্রথম কাতারে জামআত) সহকারে আদায় করাটা নসীব হতো আর প্রতিটি কাজে অলসতা না হতো। * ঘরে যদি নামাযের প্রতি অলসতা, পর্দাহীনতা, সিনেমা, ড্রামা ও গান বাজানোর পরিবেশ থাকে তাহলে বার বার প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না।
ঘোষণা
ঘরে মাদানী পরিবেশ সৃষ্টি করার অবশিষ্ট মাদানী ফুল তরবিয়্যতি হালকায় বলা হবে সুতরাং সেগুলো জানার জন্য অবশ্যই তরবিয়্যতি হালকায় অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد