Book Name:Hazrat Salman Farsi
পাথরের ফাটলে রেখে খুব জোর দিলেন তখন পাথর বের হয়ে গেলো এবং সেটার নিচ থেকে অত্যন্ত পরিষ্কার, সুমিষ্ট পানির ঝর্ণা বের হলো, সকল সৈন্যরা পানি পান করল।
গীর্জার পাদ্রী এই পুরো দৃশ্য দেখছিলো, ঝর্ণা প্রবাহিত হওয়াটা দেখে সে মাওলা আলী মুশকিল কোশা رَضِیَ اللهُ عَنْہُ এর খিদমতে উপস্থিত হলো আর জিজ্ঞাসা করল: আপনি কি নবী? বললেন: না। জিজ্ঞাসা করল: আপনি কি ফেরেশতা? বললেন: না। সে বলল: তাহলে আপনি কে? বললেন: আমি আল্লাহ পাকের সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাহাবি। এতোটুকুই শুনেছিলো মাত্র ঐ পাদ্রী কলেমা পড়ে মুসলমান হয়ে গেলো। হযরত মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ বললেন: তুমি এতদিন ইসলাম কেন কবুল করনি? বলল: আমাদের কিতাবে লিখা রয়েছে: এই গীর্জার পাশে একটি ঝর্ণা লুকায়িত আছে, এই ঝর্ণাটি ঐ ব্যক্তিই প্রকাশ করবে যে, নবী হবে অথবা নবীর সাহাবি। সুতরাং আমি ও আমার পূর্ববর্তী অনেক পাদ্রী এই গীর্জা ঘরে এটারই অপেক্ষায় রয়েছি, আজ আপনি এই ঝর্ণাটি প্রকাশ করে দিলেন সুতরাং আমার উদ্দেশ্য পূরণ হলো, এজন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। পাদ্রীর এই কথা শুনে শে’রে খোদা رَضِیَ اللهُ عَنْہُ এতো পরিমাণ কান্না করলেন: তাঁর দাড়ি মোবারক অশ্রুতে ভিজে গেলো। অতঃপর বললেন: اَلْحَمْدُ لِلّٰه! এসব লোকদের কিতাবে আমার কথা উল্লেখ রয়েছে।
(কারামতে সাহাবা, ১১৪ পৃষ্ঠা)
আল্লাহ পাক আমাদেরকে মাওলায়ে কায়িনাত হযরত মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর, ও সকল সাহাবা ও আহলে বাইত رَضِیَ اللهُ عَنْہُمْ এর পরিপূর্ণ ভালবাসা নসীব করুক, হায়! যদি আমরা যেন এই ভালবাসার উপর সব সময় অটল থাকি, কবরে অবতরন হলে তখনো এই ভালবাসা থাকে, হাশরে উঠার সময়েও যেন এই