Book Name:Maa Ki Dua Ka Asar
কেউবা বলে! আমার স্কুল/ কলেজের ছাত্ররা (Students) আনন্দ ভ্রমনের জন্য বিভিন্ন বিনোদনে স্থানে যায়, স্বাধীন ভাবে ঘুরাফেরা করে, কিন্তু আমার বাবার আমার প্রতি কোন অনুভুতিই নাই, আমারও তো কোন কিছুর উৎসাহ জাগে, আমি কি শুধুমাত্র ঘরের চার দেয়ালের ভেতরই বন্দী থাকবো?
কেউবা বলে! আমার বন্ধু বান্ধবদের পোষাক পরিচ্ছদ কতইনা সুন্দর এবং দামী, আমার সাধারণ পোষাকের কারণে তাদের সাথে চলাফেরা করতে লজ্জা লাগে।
হায়! হায়! আমরা যদি আমাদের মাবাবার কষ্টকে বুঝতে সফল হয়ে যেতাম, একটু ভাবুন তো! এমন কোন মাবাবা কি আছে যে, যারা সন্তানের আনন্দ দেখতে চায় না, মাবাবা সর্বদা সন্তানের জন্য ভালই চিন্তা করে, আদুরে সন্তানের জন্য অনেক কিছু করতে চায়, কিন্তু অনেক সময় অবস্থা অনুকুলে থাকেনা, কারো বা বৃদ্ধ পিতা আরাম করার পরিবর্তে এখনো পরিশ্রম করে নিজের পরিবার খরচাদী চালায়।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের কি হয়ে গেলো? আমরা কোন দিকে চলছি, স্যোসাল মিডিয়ার মন্দ ব্যবহার (Missuse) আমাদেরকে এমন ভাবে অক্ষম করে দিয়েছে যে, আমাদের চিন্তা ভাবনাও পরিবর্তন হয়ে গেলো, আমাদের অন্তর থেকে পিতামাতার সম্মান ও গুরুত্বও চলেই যাচ্ছে, আরে এমন বন্ধু, এমন আড্ডার প্রতি থু, যা আমাদেরকে পিতামাতার কদম থেকে দূরে টেলে দিয়ে সমাজের ময়লার স্তুপে নিক্ষেপ করে দেয়, আল্লাহর ওয়াস্তে হুঁশে আসুন!
হে আল্লাহ! আমাদেরকে হযরত মূসা عَلَیْہِ
السَّلَام এর জান্নাতের সাথী সেই কসাইয়ের সদকা নসীব করে দিন। হে আল্লাহ! আমাদেরকে হযরত সিদ্দিকে আকবর رَضِیَ
اللهُ عَنْہُ এর সদকায় মাবাবার অনুগত বানিয়ে দাও। হে আল্লাহ! হযরত বায়েজিদ বোস্তামী رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ এর সদকায় মাবাবার সত্যিকার খেদমতগার বানিয়ে দাও। হে আল্লাহ! মুহাদ্দিসে আযম পাকিস্তান হযরত আল্লামা মাওলানা সরদার আহমদ কাদেরী চিশতী
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সদকায় সর্বদা মাবাবার দোয়া অর্জনকারী বানিয়ে দাও।
প্রিয় ইসলামী ভাইয়েরা! যদি আমরাও আপন মাবাবাকে সন্তুষ্ট করতে চাই এবং আশা করি যে, সবাই চায়, তবে আসুন! আমরা এমন উত্তম সহচর্য অবলম্বন করি,