Tilawat e Quran Ki Barkatain

Book Name:Tilawat e Quran Ki Barkatain

পবিত্র কালাম রহমত বরকতে ভরা আসুন! প্রথমে এই মুবারক কিতাবের প্রতি ভালবাসা পোষণকারীদের ফযীলত শ্রবণ করি

আল্লাহ পাক ও তাঁর রাসূলের ভালবাসার পরিচয় জানার পদ্ধতি

    হযরত আব্দুল্লাহ বিন মাসউদ رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত: যার এটা জানা পছন্দনীয় যে, সে আল্লাহ পাক তাঁর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে ভালবাসে, তবে সে যেনো দেখে যে, যদি সে কুরআনকে ভালবাসে (অর্থাৎ এর তিলাওয়াত করে আর এর উপর আমল করে (শরহে শিফা লিল আল্লামা আলী কারী)) তবে সে আল্লাহ পাক তাঁর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কেও ভালবাসে (মুজামুল কবীর লিত তাবারানী, /১৩২, হাদীস: ৮৬৫৭)

    হযরত সাহাল বিন আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আল্লাহ পাকের প্রতি ভালবাসার নিদর্শন হলো; কুরআনের প্রতি ভালবাসা পোষণ করা, কুরআনের প্রতি ভালবাসার নিদর্শন হলো; নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি ভালবাসা পোষণ করা, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি ভালবাসার নিদর্শন হলো; সুন্নাতের (অর্থাৎ তাঁর হাদীস অবস্থাদীর) প্রতি ভালবাসা পোষণ করা, সুন্নাতের প্রতি ভালবাসার নিদর্শন হলো; আখিরাতের প্রতি ভালবাসা পোষণ করা, আখিরাতের প্রতি ভালবাসার নিদর্শন হলো; দুনিয়ার প্রতি বিদ্ধেষ পোষণ করা আর দুনিয়ার প্রতি বিদ্ধেষ পোষণ করার নিদর্শন হলো; এর থেকে প্রয়োজন অনুযায়ী নেয়া আর এতটুকু পরিমাণে নেয়া, যা আখিরাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়

(আশ শিফা বিতারিফে হুকুকুল মুস্তফা, ২য় অধ্যায়, ২৮ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী বোনেরা! নিঃসন্দেহে ঐ সমস্ত লোক খুবই সৌভাগ্যবান, যারা কুরআনে করীমের প্রতি ভালবাসা পোষণ করে এবং এর তিলাওয়াত করার পাশাপাশি এর উপর আমলও করে, কিন্তু আফসোস, শত কোটি আফসোস! আমাদের সমাজের একটি বিরাট অংশ এমনও রয়েছে, যারা কুরআনে পাক থেকে অনেক দূরে থাকে আর মাসের পর মাস অতিবাহিত হওয়ার পরও তাদের তিলাওয়াত করার তৌফিক নসীব হয়না, এই কারণেই আজ আমরা বিভিন্ন পেরেশানির সম্মুখীন হচ্ছি, অনৈক্য, মতভেদ আর বেকারত্ব খুবই ভয়াবহভাবে আমাদের আকঁড়ে ধরেছে, আমাদের মাঝে প্রায় সব ঘরে কুরআনে পাক বিদ্যমান রয়েছে আর এটাতো সৌভাগ্যের বিষয়, কিন্তু আমরা রেখে হয়তো ভুলে গেছি