Book Name:Tilawat e Quran Ki Barkatain
আর কখনো খুলেও দেখিনি, অথচ ঘরে কুরআনের তিলাওয়াত করা অনেক ফযীলতপূর্ণ। যেমনিভাবে
হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: “যেই ঘরে কুরআনে করীম পাঠ করা হয়, তা তাতে অবস্থানকারীদের উপর প্রশস্ত হয়, এর অনেক কল্যাণ হয়, এতে ফিরিশতা উপস্থিত হয় এবং শয়তান এর থেকে বের হয়ে যায় আর যেই ঘরে কুরআনে করীম পাঠ করা হয়না, তা তাতে অবস্থানকারীদের জন্য সংকীর্ণ হয়ে যায়, এর কল্যাণ কমে যায়, এর থেকে ফিরিশতা বের হয়ে যায় এবং শয়তান এসে যায়।”
(ইহইয়াউল উলুম (অনুদিত), ১ম খন্ড, ৮২৬ পৃষ্ঠা)
নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বরকতময় ইরশাদ হচ্ছে: তোমরা কুরআনের সাথে সম্পর্ক জুড়ে রাখো, একে সর্বদা পাঠ করতে থাকো, শত শপথ ঐ সত্তার! যার কবযায় আমার প্রাণ, নিঃসন্দেহে কুরআন অনেক বেশি ছুটে যাওয়ার প্রতি সচেষ্ট ঐ সকল উটদের মধ্যে, যারা তাদের রশিতে বাঁধা অবস্থায় রয়েছে। (সহীহ বুখারী, ৩য় খন্ড, ৪১২ পৃষ্ঠা, হাদীস: ৫০৩৩) সুতরাং আমার প্রিয় ইসলামী বোনেরা! কুরআনের সত্যিকার আশিক হয়ে যান, এর সাথে সত্যিকার মন লাগিয়ে নিন, প্রতিদিন এর তিলাওয়াত করাকে অভ্যাসে পরিণত করে নিন, اِنْ شَآءَ الله অতঃপর এর রহমত ও বরকত আমাদেরও নসীব হবে, ঘর থেকে পেরেশানি দূর হবে, রিযিকে বরকত হবে আর اِنْ شَآءَ الله সকল বিষয়াদী সহজ ও সমাধান হতে থাকবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী বোনেরা! আসুন! এবার কুরআন তিলাওয়াতের মহত্ব ও ফযীলত সম্পর্কে কিছু শ্রবণ করি, যেনো আমাদের অন্তরেও কুরআনে পাকের গুরুত্ব ও প্রতিদিন নিয়মিত এর তিলাওয়াত করার প্রতি আগ্রহ সৃষ্টি হয়। আল্লাহ পাক ২২তম পারার সূরা ফাতিরের ২৯নং আয়াতে ইরশাদ করেন:
اِنَّ الَّذِیْنَ یَتْلُوْنَ كِتٰبَ اللّٰهِ وَ اَقَامُوا الصَّلٰوةَ وَ اَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّ عَلَانِیَةً یَّرْجُوْنَ تِجَارَةً لَّنْ تَبُوْرَۙ(۲۹)
(পারা ২২, সূরা ফাতির, আয়াত ২৯)