Book Name:Yadgari e Ummat Per Lakhon Salam
কেমন ভালবাসা এবং কেমন প্রেম যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রমযান মাসের রোযা রাখার প্রতি জোর দিয়েছেন কিন্তু স্বয়ং রাসূলের প্রেমিক দাবীদাররাই এই নির্দেশ থেকে মুখ ফিরিয়ে ফরয রোযা ছেড়ে দেয়। হুযুরে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তারাবীর নামাযের প্রতি জোর দিয়েছেন কিন্তু অলস উম্মতরা পড়তে পারে না। এটাই কি ইশকে রাসূল?
আসুন! মিলেমিশে নিয়ত করি যে, আজ থেকে আমাদের কোনো নামায কাযা হবে না اِنْ شَآءَ الله। আজ থেকে পাঁচ ওয়াক্ত নামায নিয়মিত আদায় করবো اِنْ شَآءَ الله। রমযানের কোন রোযা কাযা করবো না اِنْ شَآءَ الله। যাকাত ফরয হলে তবে পরিপূর্ণভাবে তা আদায় করবো اِنْ شَآءَ الله। হজ্ব (Hajj) ফরয হলে তবে আদায় করাতে দেরী করবো না اِنْ شَآءَ الله। নাজায়িয ফ্যাশনের ধারে কাছেও যাবো না اِنْ شَآءَ الله। নামুহরিমের সাথে শরয়ী পর্দা করবো اِنْ شَآءَ الله। সিনেমা নাটক দেখবো না اِنْ شَآءَ الله। গান-বাজনা শুনবো না اِنْ شَآءَ الله। পিতামাতার মনে কষ্ট দিবো না اِنْ شَآءَ الله। আল্লাহ পাক এবং বান্দার হকের ব্যাপারে উদাসিনতা প্রদর্শন করবো না اِنْ شَآءَ الله। আর এই মানসিকতা পেতে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত থাকবো اِنْ شَآءَ الله।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী বোনেরা! জগতটি অনেক বড়, এটা সবাই জানে, কিন্তু এর একটি সীমা অবশ্যই রয়েছে, জমিন অনেক প্রশস্ত এটা সবাই জানে কিন্তু এর একটা সীমা অবশ্যই রয়েছে, সমুদ্র অনেক বড় এটা সবাই জানে কিন্তু এর কিনারা ও গভীরতার (Depth) একটি সীমা অবশ্যই