Yadgari e Ummat Per Lakhon Salam

Book Name:Yadgari e Ummat Per Lakhon Salam

যারা জান্নাতে প্রবেশ করছে এবং আপন সন্তানদের মধ্যে তাদেরকেও দেখতে পাবেন যারা জাহান্নামে যাচ্ছে সময় আদম عَلَیْہِ السَّلَام হুযূরে আকরাম, নূরে মুজাস্সম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর একজন উম্মতকে জাহান্নামে প্রবেশ করতে দেখবেন সায়্যিদুনা আদম عَلَیْہِ السَّلَام আহ্বান করবেন: হে আহমদ (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم)! হে আহমদ (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم)! হুযুর
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করবেন: লাব্বাইক হে আবুল বশর!হযরত সায়্যিদুনা আদম عَلَیْہِ السَّلَام বলবেন: আপনার এক উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে।” একথা শুনে তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অত্যন্ত দ্রুত গতিতে ফেরেশতাদের পিছু নিবেন, আর ইরশাদ করবেন: হে আমার প্রতিপালকের ফেরেশতারা! থামো।” তাঁরা আরয করবে: আমরা আদেশপ্রাপ্ত ফেরেশতা, যে কাজের জন্য আল্লাহ পাক আমাদেরকে আদেশ দিয়েছেন সেটার অবাধ্যতা আমরা করিনা, আমরা তাই করি যা আমাদের আদেশ দেয়া হয়েছে।” তখন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দুঃখিত হয়ে নিজের দাড়ি মুবারককে বাম হাতে ধরবেন এবং আরশের দিকে হাতে ইঙ্গিত করে বলবেন: হে আমার পরওয়ারদিগার! তুমি কি আমার সাথে ওয়াদা করোনি যে, আমাকে আমার উম্মতের ব্যাপারে অপদস্থ করবেনা।” আরশ থেকে আওয়াজ আসবে: হে ফেরেশতা! মুহাম্মদ (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) এর আনুগত্য করো এবং তাকে ফিরিয়ে দাও।” অতঃপর রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজের একটি থলে থেকে একটি সাদা কাগজ বের করবেন এবং সেটাকে মীযানের ডান পাল্লায় রেখে বলবেন: بِسْمِ الله অতঃপর নেকীর পাল্লা গুনাহের পাল্লার চেয়ে ভারী হয়ে যাবে আওয়াজ আসবে: সৌভাগ্যবান, সৌভাগ্যশালী হয়ে গেলো এবং তার মীযান ভারী