Book Name:Ramzan Kaise Guzare
তবে একাকী আদায়কারী জামাতের ফযীলত থেকে বঞ্চিত রইলো। (হিদায়া, ১/৭০) * তারাবীর সময় এশারের ফরয পড়ার পর থেকে সুবহে সাদিক পর্যন্ত। এশার ফরয আদায় করার পূর্বে যদি পড়ে নেয় তবে তা হবে না। (ফতোওয়ায়ে হিন্দিয়া, ১/১১৫) * বিতরের পরও তারাবীহ পড়তে পারবে। (দুররে মুখতার, ২/৫৯৭) যেমনটি অনেক সময় ২৯ তারিখে চাঁদ দেখার সাক্ষী পাওয়াতে দেরী হওয়ার কারণে এরূপ হয়ে যায়। * মুস্তাহাব হলো যে, তারাবীর জন্য রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত অপেক্ষা করা, যদি অর্ধরাতের পর পড়ে তবুও কোন সমস্যা (মাকরুহ) নয়। (দুররে মুখতার, ২/৫৯৮) (কিন্তু এশার ফরয এত দেরী (Late) করে পড়বেন না) * তারাবীহ যদি ছুটে যায় তবে এর কাযা নেই। (দুররে মুখতার, ২/৫৯৮)
ঘোষণা
তারাবীর অবশিষ্ট মাসআলা ও আদব তারবিয়্যতি হালকায় বর্ণনা করা হবে, সুতরাং তা জানতে তারবিয়্যতি হালকায় অবশ্যই অংশগ্রহন করুন।
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ
الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময়