Ramzan Kaise Guzare

Book Name:Ramzan Kaise Guzare

ইলমে দ্বীনও শিখার সৌভাগ্য অর্জন করে থাকে اَلْحَمْدُ لِلّٰه মাদরাসাতুল মদীনার (প্রাপ্তবয়স্ক/ প্রাপ্তবয়স্কা) রুটিনে নামাযের আহকাম কিতাব থেকে নামায, গোসল, অযু, জানাযার নামায, সুন্নাত শিখানো, ঘরে দরস দেয়া, ফরয জ্ঞান সম্বলিত বয়ান শুনা, দোয়া মুখস্ত করানো এবং অবশেষে ৭২টি নেক আমল পুস্তিকা থেকে আমলের পর্যবেক্ষণ করাও অন্তর্ভূক্ত রয়েছে মনে রাখবেন! এই বিভাগের অধিনে দেশ বিদেশে হাজারো মাদরাসাতুল মদীনা (প্রাপ্তবয়স্ক/ প্রাপ্তবয়স্কা) লাগানো হয়ে থাকে যাতে এক লাখের বেশি আশিকানে রাসূল কুরআনের শিক্ষা অর্জন করছে আপনিও সাহস করুন, কুরআন শিক্ষার জন্য মাদরাসাতুল মদীনায় (প্রাপ্তবয়স্ক/ প্রাপ্তবয়স্কা) নিজেও অংশগ্রহন করুন এবং অপর ইসলামী ভাইদেরও এর প্রতি উৎসাহ দিন যে, ৭২টি নেক আমল পুস্তিকায় একটি নেক আমল এমনও রয়েছে: আজ কি আপনি প্রাপ্তবয়স্কদের মাদরাসাতুল মদীনায় কুরআনে করীম পাঠ করেছেন বা পড়িয়েছেন?” আল্লাহ পাক আমাদের সবাইকে কুরআনে করীম বিশুদ্ধ মাখরাজ সহকারে পাঠ করার তৌফিক দান করুন

اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 

গাউসে আযমের আলোচনা

    প্রিয় ইসলামী ভাইয়েরা! রমযান মাসের আগমন হতে যাচ্ছে এবং যেহেতু পহেলা রমযানুল মুবারক আমাদের পীরানে পীর, রওশন জমির, হযরত শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বিলাদত দিবসও, অতএব এরই ধারাবাহিকতায় তাঁর সংক্ষিপ্ত পরিচিত শ্রবণ করি