Book Name:Yaad e Ilahi Aur Is Kay Tarika
কানযুল ঈমান থেকে অনুবাদ: সুতরাং (তোমরা) আমার স্মরণ করো, আমিও তোমাদের চর্চা করবো আর আমার কৃতজ্ঞতা স্বীকার করো এবং অকৃতজ্ঞ হয়োনা।
তাফসীরে নঈমীতে রয়েছে: এই আয়াতের করিমার সারাংশ হলো: * হে লোকেরা! আমার যিকির করো! এটার ফলাফল এটা হবে যে পৃথিবীতে তোমাদের চর্চা হবে * তোমরা আমাকে আনুগত্যের মাধ্যমে স্বরণ করো! আমি তোমাদেরকে রহমত দ্বারা স্মরণ করবো! * তোমরা আমাকে দোয়ার মাধ্যমে স্মরণ করো! আমি তোমাদেরকে দান করার মাধ্যমে স্মরণ করবো! আমাকে হামদ ও সানা করার মাধ্যমে স্মরণ করো! আমি তোমাদেরকে নেয়ামত দ্বারা স্মরণ করবো * তোমরা আমাকে দুনিয়াতে স্মরণ করো! আমি তোমাদেরকে পরকালে স্মরণ করবো * তোমরা আমাকে প্রশান্তি ও আরামের সময় স্মরণ করো! আমি তোমাদেরকে বিপদের সময় স্মরণ করবো * তোমরা আমাকে مجاهدہ (অর্থাৎ নেকীর মধ্যে প্রচেষ্টার) মাধ্যমে স্মরণ করো! আমি তোমাদেরকে হেদায়াত দ্বারা স্মরণ করবো * হে লোকেরা! তোমরা বলো: یَا رَبِّی (হে আমার প্রতিপালক) আমি বলবো: عَبْدِی (হে আমার বান্দা) * তোমরা বলো: আমি গুনাহগার, আমি বলবো: আমি غَفَّار (অর্থাৎ অধিক ক্ষমাশীল)। (তাফসীরে নঈমী, পারা ২, সূরা বাকারা, আয়াতের ব্যাখ্যা: ১৫২, ২/৭২) হাদীসে কুদসীতে রয়েছে: আল্লাহ পাক ইরশাদ করেন: বান্দা আমার যিকির করে, আমি তার সাথে থাকি, যদি সে আমাকে অন্তরে স্মরণ করে, আমি তাকে একাকী স্মরণ করি, যদি সে আমাকে সমাবেশে স্বরণ করে আমি তার চেয়ে উত্তম সমাবেশে (অর্থাৎ ফেরেশতাদের সামনে) স্মরণ করি।
(বুখারী, ১৭৮৭ পৃষ্ঠা, হাদীস: ৭৪০৫)
হে আশিকানে রাসূল! মনোযোগ দিন! আল্লাহ পাকের যিকির কেমন শ্রেষ্ঠ ইবাদত যে (ব্যক্তি) আল্লাহ পাকের যিকির করে, আল্লাহ পাক তাঁর শান মোতাবেক তার (বান্দার) চর্চা করেন। আল্লাহ পাক আমাদেরকে অধিকহারে আল্লাহ পাকের যিকির করার তাওফিক দান করুন। اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم