Hazrat Salman Farsi

Book Name:Hazrat Salman Farsi

সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ মৃত্যুরোগে পতিত ছিলেন, হযরত সা বিন আবি ওয়াক্কাস رَضِیَ اللهُ عَنْہُ তাঁকে দেখতে গেলেন, দেখলেন: হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ কান্না করছেন, হযরত সা বিন আবি ওয়াক্কাস رَضِیَ اللهُ عَنْہُ জিজ্ঞাসা করলেন: হে সালমান! আপনি কেন কান্না করছেন? আপনি হাউজে কাউছারে আপনার বন্ধুদের (অর্থাৎ সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان) এবং নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে মিলিত হবেন? হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ বললেন: আমি মৃত্যুর ভয় বা দুনিয়া ছেড়ে যাওয়ার কারণে কান্না করছি না বরং আমি তো এই কারণে কান্না করছি যে, আমার আশেপাশে অনেক জিনিসপত্র পড়ে আছে অথচ আমার প্রিয় নবী, হযরত মুহাম্মদ মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাদের থেকে ওয়াদা নিয়েছিলেন: তোমাদের কাছে যেন দুনিয়াবী জিনিসপত্র শুধুমাত্র এতোটুকু থাকবে যতোটুকু একজন মুসাফিরের কাছে থাকে

    বর্ণনাকারী বলেন: ঐসময় হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ এর নিকট যেসব জিনিসপত্র ছিলো তা হলো শুধুমাত্র একটি প্লেইট যেটা তাঁর অযু করার বা কাপড় ধোয়ার কাজে আসত (আল্লাহ ওয়ালো কি বাতে, /৩৬৪)

    سُبْحٰنَ الله! হে আশিকানে রাসূল! এটি হলো সাহাবায়ে কেরামগণের عَلَیْہِمُ الرِّضْوَان দুনিয়ার ভালবাসা থেকে অনেক দূরবর্তীতা সব সময় পরকালীন বিষয়ে চিন্তা করতেন এমন ব্যক্তি ছিলেন দেখুন! হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ এর নিকট শুধুমাত্র একটি প্লেইট ছিলো আর এগুলোকে তিনি অধিক জিনিস বলে কান্না করছেন যে আমি বেশি সম্পদ জমা করে ফেলেছি

    বর্তমানে আমাদের অবস্থা এর বিপরীত। হাজার হাজার টাকা উপার্জন করি, ব্যাংক ব্যালেন্সও রয়েছে, গাড়িও  রেখিছি, ঘরের মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্রের পাশপাশি অতিরিক্ত জিনিসও বিদ্যমান রয়েছে, এগুলো ছাড়াও আরও জিনিসের আশাবাদী,