Book Name:Hazrat Salman Farsi
সত্যের সন্ধানে অতিবাহিত করেন, তিনি সিরিয়া দেশে অনেক পাদ্রী (অর্থাৎ ইবাদতকারী) এর সংস্পর্শে থাকেন, তাদের কাছ থেকে ধর্মীয় জ্ঞান অর্জন করেন, আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকেন, শেষ পর্যন্ত একজন ইবাদতকারির কাছে গিয়ে পৌঁছেন, ঐ ইবাদতকারি নিজের শেষ সময়ে হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ কে বললেন: পুত্র! আমার জানা মতে এখন দুনিয়াতে এমন কোন ইবাদতকারি নেই, যে সঠিক ধর্মীয় শিক্ষার প্রতি পারদর্শি, অতিশীঘ্রই শেষ নবী আগমণ করবেন, তুমি তাঁর খিদমতে উপস্থিত হয়ে যাবে। ঐ ইবাদতকারি হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ কে মদীনায়ে মুনাওয়ারা সম্পর্কে বললেন এবং প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কিছু নিদর্শন সম্পর্কেও অবগত করলেন। সিরিয়ার দেশে আরববাসীদের কাফেলা আসতেই থাকতো, হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ একটি কাফেলার সাথে যুক্ত হয়ে গেলেন আর মদীনার সফর শুরু হলো, রাস্তার মধ্যে কাফেলা ওয়ালাদের নিয়্যত খারাপ হলো তখন তারা তাঁকে একা দেখে এক কাফিরের হাতে বিত্রিু করে দিলো। (ত্বাবকাতে ইবনে সা’দ, ৪/৫৬)
বর্ণনা অনুযায়ী হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ ১০ বার বিত্রিু হয়েছেন, (বুখারী, ৯৯৩ পৃষ্ঠা, হাদীস: ৩৯৪৬) এক পর্যায়ে বেচাকেনা হতে হতে মদীনা মুনাওয়ারায় পৌঁছে গেলেন আর সেখানে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আগমনের অপেক্ষা করতে থাকেন।
অবশেষে অপেক্ষার পালা শেষ হলো, এটি একটি সুন্দর দিন ছিলো, হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ তাঁর দুনিয়াবী মালিকের বাগানে খেজুর সংগ্রহ করছিলেন, তিনি খবর পেলেন: নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মক্কা শরীফ থেকে হিজরত করে মকামে কুবাতে তাশরিফ নিয়েছেন। এই সংবাদটি প্রেম ও ভালবাসা আরও বৃদ্ধি করে দিলো, হযরত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ এর মন