Book Name:Sadqat K Fazail
সন্তুষ্টির জন্য ব্যয় করে, তারা এই আয়াতের অন্তর্ভূক্ত; যদিও তা একটি খেজুরও হোক না কেন।
হযরত সায়্যিদুনা ওমর বিন আব্দুল আযীয رَضِیَ اللهُ عَنْہُ চিনির বস্তা কিনে সদকা করতেন, তাঁকে বলা হলো: এর মূল্য কেন সদকা করেন না? তিনি বললেন: চিনি আমার অত্যধিক প্রিয় ও পছন্দনীয়, আমি চাই আল্লাহ পাকের পথে আমার প্রিয় বস্তু ব্যয় করতে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! স্বয়ং আল্লাহ পাকই আপন প্রিয় বস্তু ব্যয় করার উৎসাহ প্রদান করছেন, সুতরাং আমাদের উচিৎ, কৃপণতা না করে ভাল ভাল নিয়্যত এবং একনিষ্টতা সহকারে মন খুলে সদকা ও খয়রাত করা। প্রকাশ্য যে, আমাদের নিকট যা কিছুই রয়েছে, তা আল্লাহ পাকেরই প্রদত্ত, সুতরাং তাঁরই প্রদত্ত সম্পদ থেকে তারই সন্তুষ্টির জন্য সদকা করা নিঃসন্দেহে নেয়ামত আরো বৃদ্ধি করার মাধ্যম, আর এর বিপরীতে সামর্থ্য থাকা স্বত্বেও সদকা ও খয়রাত করা থেকে বিরত থাকা, আল্লাহ পাকের পক্ষ থেকে অর্জিত নেয়ামত সমূহ থেকে বঞ্চিত হওয়ার কারণ হতে পারে।
হযরত আসমা বিনতে আবু বকর رَضِیَ اللهُ عَنْہُمَا থেকে বর্ণিত, তিনি বলেন: রাসুলূল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাকে ইরশাদ করেছেন: সদকা করার ক্ষেত্রে হাতকে সংকুচিত করো না, নয়তো তোমাদের প্রতিও সংকুচিত করে দেয়া হবে। (বুখারী, কিতাবুয যাকাত, বাবুত তাহরিদি আলাস সদকা, ১/৪৮৩, হাদীস নং-১৪৩৩)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! জীবনকে গণিমত মনে করুন! নিশ্চয় এই জীবন যেমন একটি মহান নেয়ামত, তেমনই আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য নেকী অর্জন এবং আখিরাত সজ্জিত করার সেরা সুযোগও রয়েছে। সুতরাং যতটুকু নিশ্বাস অবশিষ্ট আছে, তাতে দ্রুত নেকী অর্জন করুন, অধিকহারে সদকা ও খয়রাত করে নিন, নয়তো মৃত্যুর বার্তা আসার পর এই সুযোগ শেষ হয়ে যাবে, অতঃপর চাইলেও আর সুযোগ পাবে না। আল্লাহ পাক ২৮তম পারার সূরা মুনাফিকুনের ১০ ও ১১নং আয়াতে ইরশাদ করেন: