Book Name:Al Madad Ya Ghos e Pak
اَلْـحَـمْـدُ لِلّٰهِ رَبِّ الْـعٰـلَـمِـیْـنَ وَالـصَّـلٰوۃُ وَالسَّـلَامُ عَـلٰی خَـاتَـمِ الـنَّـبِـيّٖـنَط
اَمَّا بَعْدُ فَاَعُوْذُ بِا للهِ مِنَ الشَّیْطٰنِ الرَّجِیْمِ ط بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِط
اَلصَّلٰوۃُ وَالسَّلَامُ عَلَیْكَ یَارَسُوْلَ الله وَعَلٰی اٰلِكَ وَاَصْحٰبِكَ یَا حَبِیْبَ الله
اَلصَّلٰوۃُ وَالسَّلَامُ عَلَیْكَ یَا نَبِیَّ الله وَعَلٰی اٰلِكَ وَاَصْحٰبِكَ یَانُوْرَ الله
نَوَیْتُ سُنَّتَ الْاِعْتِکَاف
(আমি সুন্নাত ইতিকাফের নিয়ত করলাম)
দুরুদ শরীফের ফযীলত
আল্লাহ পাকের শেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী: "আমার উপর দরূদ পাঠকারীর দরূদ আমার কাছে পৌঁছায় এবং আমি তার জন্য দোয়া করি। এছাড়া দরূদ পাঠকারীর জন্য ১০টি নেকীও লেখা হয়।"
(আল ক্বওলুল বদী, বাবুস সানী ফিস সালাতু আলার রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم, পৃ: ১৩৩)
ہے کرم ہی کرم کہ سنتے ہیں آپ خوش ہو کے بار بار دُرُوْد
হে করম হী করম কে সুনতে হেঁ আপ খুশ হো কে বার বার দুরুদ
(যওক্বে নাত, ১২৫ পৃ:)
প্রিয় ইসলামী ভাইয়েরা! দরূদ পাক পড়ার অনেক ফযীলত রয়েছে, তবে এই ফযীলতের কথাই অনন্য (Unique)। যে ব্যক্তি দরূদ শরীফ পাঠ করে, রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তার জন্য দোয়া করেন। ! سُبْحَانَ الله জানেন, এই দোয়ার বরকত কী? * দোয়া-ই-মুস্তফার বরকতে ভাগ্য উজ্জ্বল হয় * বিপদ-আপদ (Calamities) দূর হয় * মুশকিল (Hardships) সহজ হয় * অচল অবস্থা সচল হয় * দুনিয়া ও আখিরাত সুন্দর হয় * হ্যাঁ! হ্যাঁ! দোয়া-ই-মুস্তফা-ই তো, যার বরকতে চাঁদ (Moon) দুই টুকরো হয়ে যায় * ডুবে যাওয়া সূর্য (Sunset) ফিরে আসে * এই দোয়ার বরকতে মৃতরা জীবিত হয় * অন্তরের অন্ধরা হেদায়েত পায় এবং ! سُبْحَانَ الله দোয়া-ই-মুস্তফার কী শান...!!