Book Name:Zulf e Mustfa Ki Qasam
تری صورت دوائے درد منداں یارسولَ اللہ!
তেরি সীরত নে লাখো বুত পরস্তী কো কিয়া মুমিন
তেরি সূরত দাওয়ায়ে দরদ মন্দাঁ ইয়া রাসূলাল্লাহ!
(ক্ববালায়ে বখশিশ, ২২৮ পৃ:)
! الله!الله প্রিয় ইসলামী ভাইয়েরা! এই হল আমাদের আক্বা ও মাওলা নবী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র সীরাত, নির্দোষ সীরাত, শত শত বছর পরেও যদি কেউ বিদ্বেষের পর্দা সরিয়ে সত্য মন দিয়ে তাঁর পবিত্র জীবনী পড়ে নেয়, তাহলে কালেমা পাঠ না করে থাকতে পারে না। সুতরাং আল্লাহ পাক সেই পবিত্র সীরাতের শপথ করে বলেছেন:
مَا وَدَّعَكَ رَبُّكَ وَ مَا قَلٰىؕ(۳)
(পারা ৩০, সূরা দুহা, আয়াত ৩)
কানযুল ঈমানের অনুবাদ: আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি এবং না অপছন্দ করেছেন।
আল্লাহ পাক আমাদেরকে এমন পবিত্র আদর্শবান ওয়ালা নবী
صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সুন্দর সুন্দর, ভালো ভালো, অনন্য পবিত্র জীবনীর অনুসরণ করার তৌফিক দান করুক। আজকাল মানুষ ! مَعَاذَ الله
অন্যদেরকে নকল করে, অমুসলিমদের মতো আচরণ করে। হায় আফসোস! যদি আমরা আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র সীরাতকে, তাঁর সুন্নাতগুলোকে মাপকাঠি বানাতাম, তাঁর সুন্নাতগুলোর উপর চলতাম। ! اِنْ شَآءَ الله রাসূল صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাতের বরকতে আমাদের চরিত্রও উজ্জ্বল, সুন্দর, নয়নাভিরাম ও সুশোভিত হয়ে যাবে এবং আল্লাহ পাক চাইলে সুন্নাতের উপর আমলের বরকতে দুনিয়া ও আখেরাতে সফল হয়ে যাব।