Baap Ki Azmat o Shan

Book Name:Baap Ki Azmat o Shan

তার খেদমত করতেন, তাকে ওঠাতেন, তাকে বসাতেন, তাকে হাঁটাতেন, কাজ না থাকলেও শুধু সন্তানের মন ভোলানোর জন্য বাজারে ঘুরে বেড়াতেন, এখন সময়ের স্রোত বদলে গেছে, এখন সন্তানের পালা যে, সে পিতার খেদমত করবে

স্মরণ রাখুন! যদি আমরা সারা জীবনও মা-বাবার খেদমত করি তবুও তাঁদের অনুগ্রহ প্রতিদান দিতে পারবো না, কারণ তাঁরা তখন আমাদের খেদমত করেছেন যখন আমরা হাঁটতে পারতাম না, খেতে পারতাম না, আমরা বস্ত্রহীন দুর্বল ছিলাম, তাঁরা হিম্মত করে আমাদের লালন-পালন করে একটি শক্তিশালী বৃক্ষ বানিয়েছেন এখন যখন তাঁদের খেদমতের পালা এসেছে, তখন আমাদের সৌভাগ্য মনে করে তাঁদের খেদমত করা উচিত সৌভাগ্যবান সেই সন্তান, যে পিতামাতার খেদমতের সুযোগ পায়, অন্যথায় অনেক পিতামাতা এমন হয়, যারা খেদমতের সুযোগই দেন না, আমাদের খেদমত করতে করতে দুনিয়া থেকে চলে যান বান্দা বলে যে, আমি তো Chance (সুযোগ) পাইনি, শেষ সময় পর্যন্ত পিতাই আমাদের খাইয়েছেন, পিতাই আমাদের উপর মেহেরবানী করেছেন, আমাদের মা- আমাদের উপর মেহেরবানী করেছেন, আরে আমাদের তো সুযোগই দেওয়া হয়নি যে, আমরা তাদের কিছু খেদমত করতে পারতাম

নিশ্চয়ই সে অনেক বড় দুর্ভাগা, যাকে পিতা বা মাতার খেদমতের সুযোগ দেওয়া হয়েছে এবং সে বলে যে, আমি এই বৃদ্ধ বা বৃদ্ধার কারণে পেরেশান হয়ে গেছি এত টাকা মা-বাবার উপর খরচ করব? থু এমন সন্তানের উপর, যে নিজের পিতামাতার খেদমত করাকে বোঝা মনে করে আল্লাহর কসম! এটা আমাদের টাকার সৌভাগ্য যে, তা পিতামাতার জন্য খরচ হবে, কারণ সারা জীবন