Baap Ki Azmat o Shan

Book Name:Baap Ki Azmat o Shan

নিয়ে কী করি? তার থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে আমি কী করি? আমার আত্মীয়-স্বজনদের মেহমানদারী করি এবং আমার স্ত্রী-সন্তানদের প্রয়োজন মেটাই তখনও আলোচনা চলছিল, এই সময়ে জিব্রাইল আমিন عَلَیْہِ السَّلَام উপস্থিত হলেন এবং বললেন: হুযুর! এই পিতা মনে মনে কিছু কবিতা রচনা করেছেন, এখনও সেই কবিতা তার নিজের মুখে আসেনি, হুযুর! আপনি তাকে বলুন যে, সে কবিতাগুলো শোনাক নবী পাক صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  গায়েবের সংবাদ দিয়ে ইরশাদ করলেন যে, তুমি কিছু কবিতা চিন্তা করেছ যা এখনও তোমার মুখে আসেনি এতে সে বললা: আল্লাহ পাক সব সময় আপনার মু'জিযা দ্বারা আমাদের হৃদয়ের বিশ্বাস দৃষ্টি বৃদ্ধি করতে থাকেন এখন সেই পিতা নবী পাকصَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  কে সেই কবিতাগুলো শোনালেন, যার অনুবাদ হলো: "আমি তোমাকে খাদ্য যোগান দিয়েছি, যখন থেকে তুমি জন্মগ্রহণ করেছ, তোমার বোঝা বহন করেছি, যখন তুমি ছোট্ট ছিলে, আমার উপার্জিত অর্থ দিয়ে বারবার তোমাকে পরিতৃপ্ত করা হয়েছে, যখন কোন রোগ দুঃখ হয়ে তোমার উপর আসত, আমি তোমার রোগের কারণে সারারাত জেগে থাকতাম, আমার হৃদয় তোমার মৃত্যুতে ভয় পেত, যদিও আমি খুব ভালো করেই জানতাম যে, মৃত্যু নিশ্চিত এবং সকলের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আমার চোখ এমনভাবে প্রবাহিত হত যেন সেই রাতে রোগ আমার হয়েছিল, তোমার নয়, অর্থাৎ তুমি অসুস্থ হতে আর কষ্ট আমার হতো, আমি অস্থির হয়ে যেতাম, আমি তোমাকে এভাবে লালন-পালন করেছি, যখন তুমি বড় হয়েছ এবং এই পর্যন্ত পৌঁছেছ যে, আমার আশা ছিল এখন তুমি আমার কাজে আসবে, তখন তুমি আমাকে কঠোরতা কটু কথা দিয়ে প্রতিদান দিয়েছ, আহ আফসোস! যখন তুমি পিতা হওয়ার অধিকারের খেয়াল রাখলে না, তখন অন্তত এমন আচরণ করতে যেমন