Hazrat Musa Ki Shan o Azmat

Book Name:Hazrat Musa Ki Shan o Azmat

উজ্জ্বল হাত

          হযরত মূসা عَلَیْہِ السَّلَام তাঁর জামার ভেতর হাত ঢুকিয়ে বাহিরে বের করে নিতেন, তখন হঠাৎ করে তাঁর হাত আলোকিত হয়ে ঝলমল করতো, অতঃপর যখন তিনি তাঁর হাত জামার ভেতর ঢুকিয়ে দিতেন তখন তা তার আসল রূপে ফিরে আসতো। এই মুজিযাটি কোরআনে আযীমে বিভিন্ন সূরায় বারবার উল্লেখ করেছেন। ১৬তম পারা সূরা ত্বহার ২২নং আয়াতে ইরশাদ করেন:

وَ اضْمُمْ یَدَکَ  اِلٰی جَنَاحِکَ تَخْرُجْ بَیْضَآءَ  مِنْ غَیْرِ  سُوْٓءٍ  اٰیَۃً  اُخْرٰی (ۙ۲۲)

(পারা ১৬, সূরা ত্বহা, আয়াত ২২)                    কানযুল ঈমান থেকে অনুবাদ: আর আপন হাত আপন বাহুর সাথে মিলিয়ে নাও, তা অতি শুভ্র হয়ে বের হবে, কোন রোগের কারণে নয়; অপর একটা নিদর্শনরূপে।

 (আজায়িবুল কোরআন মাআ গারায়িবুল কোরআন, ২৩ পৃষ্ঠা)

 

          হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا বলেন: হযরত মূসা
عَلَیْہِ السَّلَام এর হাত মুবারক থেকে রাতে চাঁদ এবং দিনে সূর্যের আলোর ন্যায় নূর প্রকাশ পেতো। (তাফসীরে মাদারিক, ত্বহা, ২২নং আয়াতের পাদটীকা, ৬৮৯ পৃষ্ঠা। তাফসীরে খাযিন, ত্বহা, ২২নং আয়াতের পাদটীকা, ৩/২৫২) যখন হযরত মূসা عَلَیْہِ السَّلَام আবারো তাঁর হাত মুবারক বগলের নিচে রেখে বাহুর সাথে মিলাতেন তখন তা পূর্বের অবস্থায় ফিরে আসতো। (সীরাতুল জিনান, ৬/১৮১)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! বর্ণনাকৃত ঘটনাবলী থেকে কয়েকটি বিষয় জানা যায়: (১) হযরত মূসা عَلَیْہِ السَّلَام তাঁর সম্প্রদায়ের প্রতি খুবই দয়ালু ছিলেন। (২) তাঁকে আল্লাহর পথে অনেক কষ্ট দেয়া হয়েছে। (৩) উত্তমদের সাহচর্যে অনেক বরকত প্রকাশিত হয়, যেমনটি হযরত মূসা عَلَیْہِ السَّلَام এর বরকতে বনী ইসরাঈলরা নেয়ামত পেয়েছিলো এবং অনেক বিপদও দূর হয়েছিলো। (৪) আল্লাহ পাকের দানক্রমে তাঁর বান্দাও বিপদে সাহায্যকারী এবং চাহিদা পূরণকারী, অতএব আমরা শুনলাম, বনী ইসরাঈলের উপর যখন কোন বিপদ আসতো, তারা হযরত মূসা عَلَیْہِ السَّلَام কেই ফরিয়াদ করতেন এবং তিনি তাঁদের চাহিদা পূরণ করতেন। (৫) যারা আল্লাহ পাকের নেক বান্দাদের সাথে শত্রুতা পোষণ করে, তাঁদের শানে বেআদবী করে তবে অপমান ও অপদস্থতা চারিদিক থেকে তাদের ঘিরে নেয় আর তারা আল্লাহ পাকের কহর ও গযবের শিকার হয়ে ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে তাঁর নেক বান্দাদেরকে মন প্রাণ দিয়ে আদব ও সম্মান করার এবং তাঁদের দয়াময় আঁচল দৃঢ়ভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুক। اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد