Book Name:Ramzan Kaise Guzare
পিপাসার্ত হবে না, এমনকি সে জান্নাতে প্রবেশ করবে। (ইবনে খুযাইমা, কিতাবুস সিয়াম, ৩/১৯১, হাদীস: ১৮৮৭)
প্রিয় ইসলামী ভাইয়েরা! যদি আমরা এই হাদীসে পাকের বিষয়বস্তুর প্রতি দৃষ্টি দিই তবে আমরা উত্তমভাবে রমযানুল মুবারক অতিবাহিত করতে পারবো, কেননা এই হাদীসে পাকে আমাদের জন্য অনন্য নির্দেশনা রয়েছে যে, আমরা কিভাবে রমযান অতিবাহিত করবো, আমাদের উচিৎ যে, * রমযানুল মুবারকে রোযা রেখে অতিবাহিত করা, * নিয়মিত তারাবী পড়ে অতিবাহিত করা, * অধিকহারে নফল ইবাদত করে অতিবাহিত করা, * নিয়মিত ফরয নামায পড়ে অতিবাহিত করা, * বিপদাপদে ও অন্যান্য স্বভাব বিরুদ্ধ বিষয়ে ধৈর্যধারন করে অতিবাহিত করা, * ইসলামী ভাইদের সাথে সমবেদনা ও মঙ্গলময় আচরণ করে অতিবাহিত করা, * আল্লাহর রহমত প্রার্থনা করে অতিবাহিত করা,
* মাগফিরাতের ভিক্ষা প্রার্থনা করে অতিবাহিত করা, * জাহান্নাম থেকে মুক্তির আবেদন করে অতিবাহিত করা, * রোযাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করে অতিবাহিত করা। اِنْ
شَآءَ الله এই নেকী সমূহের মাধ্যমে রমযানুল মুবারক অতিবাহিত করলে তবে * রমযানে অত্যাধিক বরকত অর্জিত হবে, * আল্লাহ পাকও সন্তুষ্ট হবে, * প্রিয় নবী صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمও খুশি হবেন, * আল্লাহর রহমত অবতীর্ণ হবে, * গুনাহের মাগফিরাতের মাধ্যম হবে, * জাহান্নাম থেকে মুক্তির বার্তা প্রদান করা হবে, * হাউজে কাওসারের সূধা পান করা নসীব হবে এবং * জান্নাতে প্রবেশ করার অধিকারও অর্জিত হবে।