Book Name:Nafarmani Ka Anjam
করুন! এটার বরকতে اِنْ شَآءَاَللهُ الْکَرِیْم দ্বীন ও দুনিয়ার অসংখ্য কল্যাণ নসীব হবে। যেলি হালকার ১২ দ্বীনি কাজের মধ্য হতে একটি দ্বীনি কাজ হলো নেক আমলের পুস্তিকা পূরণ (Fill) করা। শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ ’র প্রদান কৃত ৭২টি নেক আমলের মধ্য হতে ২৮ নং নেক আমল হলো: আপনি কি আজ مَعَاذَ الله (আল্লাহ পাকের পানাহ) গুনাহ হয়ে যাওয়া অবস্থায় সাথেসাথেই তাওবা করেছেন? (যদি প্রতিদিন কমপক্ষে ৭০বার ইস্তিগফার যেমন اَسْتَغْفِرُ الله! পাঠ করার সৌভাগ্য নসীব হয়ে যেতো।) প্রিয় ইসলামী ভাইয়েরা! হাদীস পাকের মধ্যেও প্রতিদিন তাওবা ও ইস্তিগফার করার প্রতি উৎসাহিত করা হয়েছে এই নেক আমলের উপর আমল করার বরকতে আমরা হাদীসে পাকের উপর আমলকারীও হয়ে যাবো এবং আল্লাহ পাকের পছন্দনীয় বান্দার মধ্যে অন্তর্ভূক্ত হয়ে যাবো কেননা আল্লাহ পাক তাওবাকারীদের পছন্দ করেন।
প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ান শেষ করার পূর্বে সুন্নাতের ফযীলত এবং কতিপয় “সুন্নাত ও আদব” বয়ান করার সৌভাগ্য অর্জন করছি। নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ اَحَبَّ سُنَّتِی فَقَدْ اَحَبَّنِی وَمَنْ اَحَبَّنِی كَانَ مَعِیَ فِی الْجَنَّةِ “যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে (মূলত) আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে।” (মিশকাতুল মাসাবীহ, ১/ ৫৫, হাদীস: ১৭৫)
সিনা তেরি সুন্নাত কা মদীনা বনে আক্বা
জান্নাত মে পড়োসী মুঝে তুম আপনা বানানা
কবরস্থানে যাওয়ার সুন্নাত ও আদব
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ ’র লিখিত পুস্তিকা ১৬৩ মাদানী ফুল থেকে ৩৬ নং পৃষ্ঠায় কবরস্থানে যাওয়ার সুন্নাত ও আদব শ্রবণ করি। প্রথমে একটি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র বাণী শ্রবণ করি: