Book Name:Faizan e Imam Azam
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ
بَرَکَاتُہُمُ الْعَالِیَہ ’র লিখিত পুস্তিকা ১০১ মাদানী ফুল থেকে শয়ন ও জাগরণের সুন্নাত ও আদব শুনি: * শয়ন করার আগে বিছানাকে ভালোভাবে ঝেড়ে নিন যাতে কোন ক্ষতিকর পোকা মাকড় ইত্যাদি থাকলে তো বের হয়ে যায়, * শয়ন করার আগে এ দোয়াটি পড়ে নিন:
اَ للّٰھُمَّ بِاسْمِکَ اَمُوْتُ وَاَحیٰ অনুবাদ : হে আল্লাহ পাক! আমি তোমার নামে মৃত্যুবরণ করছি এবং জীবিত হবো। (অর্থাৎ শয়ন করি ও জাগ্রত হই)। (বুখারী শরীফ, ৪/১৯৬, হাদীস: ৬৩২৫) * আসরের পর ঘুমালে স্মরণ শক্তি লোপ পায়। প্রিয় নবী صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “যে ব্যক্তি আসরের পর ঘুমায় আর যদি তার বুদ্ধি কমে যায়, তবে সে যেন নিজেকে তিরস্কার করে।: (মুসনাদে আবি ইয়ালা, ৪/২৭৮ , হাদীস: ৪৮৯৭) * দুপুরে কায়লুলা (অর্থাৎ কিছুক্ষণ শয়ন করা) মুস্তাহাব। (আলমগিরী, ৫/৩৭৬) সদরুশ শরীয়া, বদরুত তরীকা, হযরত আল্লামা মাওলানা মুফতী মুহাম্মদ আমজাদ আলী আযমী رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ বলেন: যথাসম্ভব এটা ঐ সকল লোকদের জন্য হবে, যারা রাত জেগে ইবাদত করে, নামায আদায় করে, আল্লাহ পাকের যিকির করে কিংবা কিতাব পাঠ করে অথবা অধ্যয়নে ব্যস্ত থাকে। কেননা, রাতে জাগার কারণে যে ক্লান্তি আসে তা দূর হয়ে যাবে। (বাহারে শরীয়াত, ১৬তম অংশ, ৭৯ পৃষ্ঠা, মাকতাবাতুল মদীনা) * দিনের শুরুতে কিংবা মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়ে ঘুমানো মাকরূহ। (আলমগিরী, ৫/৩৭৬)
ঘোষণা