Book Name:Faizan e Imam Azam
হযরত ইমাম আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ’র হিকমতপূর্ণ উপদেশ থেকে শিক্ষা গ্রহণের জন্য মাকতাবাতুল মদীনার প্রকাশিত পুস্তিকা “ইমামে আযম কি অসিয়ত” হাদিয়ার বিনিময়ে সংগ্রহ করে অধ্যয়ন করুন। ইমাম আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সময় সময়ে তাঁর শাগরিদদের যেসব গুরুত্বপূর্ণ উপদেশ দিতেন তা বিভিন্ন কিতাবে ছড়িয়ে ছিটিয়ে ছিলো। اَلْحَمْدُ لله! আল মদীনাতুল ইলমিয়া (Islamic Research Center) কঠোর পরিশ্রমের মাধ্যমে একত্রিত করে সেগুলো উর্দু ভাষায় অনুবাদ করে উপস্থাপন করার সৌভাগ্য অর্জন করেছে। এই পুস্তিকাটি এমন উপদেশ সম্বলিত যেটা মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ বিষয়ে সংশোধনের জন্য অত্যন্ত উপকারী। এটাতে সংশোধনের অসংখ্য মাদানী ফুল রয়েছে। যেমন: আল্লাহ পাককে ভয় করতে থাকা, সাধারণ ও বিশেষ ব্যক্তিদের আমানত রক্ষা করা, তাদেরকে উপদেশ দেয়া, অতিরিক্ত হাসাহাসি করা থেকে বেঁচে থাকা, নিয়মিত কুরআনে পাকের তিলায়াত করা এবং নিজের প্রতিবেশিদের গোপনীয়তা রক্ষা করা ইত্যাদি। দা’ওয়াতে ইসলামীর ওয়েব সাইট www.dawateislami.net থেকে এই পুস্তিকাটি পড়তেও পারবেন এবং ডাউনলোড ও প্রিন্টও করতে পারবেন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ান শেষ করার পূর্বে সুন্নাতের ফযীলত এবং কতিপয় “সুন্নাত ও আদব” বয়ান করার সৌভাগ্য অর্জন করছি। নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে (মূলত) আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে।”
(মিশকাতুল মাসাবীহ, ১/৫৫ , হাদীস: ১৭৫)