Book Name:Faizan e Imam Shafi
পৃষ্ঠা) * এক হাদীসে পাকে রয়েছে: যে ব্যক্তি নামাযে মুসলমান নর-নারীর জন্য দোয়া করবে না, সেই নামায অস্পূর্ণ (কানযুল উম্মাল, ১ম খন্ড, ৫৯ পৃষ্ঠা, হাদীস: ৩৩৭৮) * এক ব্যক্তি এভাবে দোয়া করছিলো: اَللّٰہُمَّ اغْفِرْلِی হে আল্লাহ পাক! আমাকে ক্ষমা করুন। আমাদের প্রিয় নবী, হুযুরে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তার এই দোয়া শুনে ইরশাদ করলেন: যদি দোয়া করতে (অর্থাৎ অন্য মুসলমানের জন্যও দোয়া করতে) তাহলে তোমার দোয়া কবুল হয়ে যেতো। (রদ্দুল মুহতার, ২য় খন্ড, ২৮৬ পৃষ্ঠা) * হাদীসে পাকে রয়েছে: আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যাক্তি সকল মুসলমান নর-নারীর জন্য মাগফিরাতের দোয়া করবে, আল্লাহ পাক তার জন্য প্রত্যেক মুসলমান নর-নারীর পরিবর্তে একটি নেকী লিখে দিবে। (জামিউস সগীর, ৫১৩ পৃষ্ঠা, হাদীস: ৮৪১৯)
سُبْحٰنَ الله হে আশিকানের রাসূল! খুশিতে মেতে উঠুন! কোটি কোটি বরং শত কোটি নেকীর সহজ ব্যবস্থাপত্র হাতে এসে গেলো, নিঃসন্দেহে হযরত আদম عَلَیْہِ السَّلَام থেকে নিয়ে এখনো পর্যন্ত শত কোটি মুসলমান দুনিয়াতে এসে গেছে আর কোটি কোটি মুসলমান এখনও দুনিয়াতে বিদ্যমান রয়েছে, যদি আমরা চিন্তা করি এবং সকল মুসলমানের জন্য মাগফিরাতের দোয়া করি তখন اِنْ شَآءَ الله! আল্লাহ পাকের রহমতে শত কোটি নেকীর হকদার হয়ে যাবো এবং সময়ই বা কতটুকু লাগবে? কয়েক সেকেন্ড। উচিত তো প্রত্যেক নামাযের পর বরং সারাদিনে সময় সময়ে এভাবে দোয়া করতে থাকুন:
اَللّٰہُمَّ اغْفِرْ لِی وَلِکُلِّ مُؤْمِنٍ وَّ مُؤْمِنَۃً
হে আল্লাহ পাক! আমার ও প্রত্যেক মুসলমান নর নারীকে ক্ষমা করুন।