Book Name:Imam Malik Ki Seerat
মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সেই মাসের প্রথম রাতে সারারাত জাগ্রত থেকে ইবাদত করতেন। (তিনি আরো বলেন:) আমার মনে হয় তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই ইবাদত মাসকে স্বাগত জানানোর উদ্দেশ্যে করতেন। * হযরত ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর শাহাজাদী ফাতিমা বিনতে মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہَا বলেন: হযরত ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ প্রতি রাতে তাঁর ওযীফা পূর্ণ করতেন এবং যখন জুমার রাত আসতো তখন পুরো রাত আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত থাকতেন। * হযরত মুগীরা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেন: একবার রাতে মানুষ ঘুমিয়ে পরার পর আমি হযরত ইমাম মালিক বিন আনাস رَحْمَۃُ اللهِ عَلَیْہ এর পাশ দিয়ে অতিক্রম করি, আমি দেখলাম যে, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দাঁড়িয়ে নামাযে লিপ্ত রয়েছে, যখন তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সূরা ফাতিহা পাঠ করে নিলেন তখন সূরা তাকাসুর শুরু করলেন, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যখন এই আয়াতে পৌঁছেন:
ثُمَّ لَتُسۡـَٔلُنَّ یَوۡمَئِذٍ عَنِ النَّعِیۡمِ (۸)
(পারা ৩০, সূরা তাকাসুর, আয়াত ৮)
কানযুল ঈমান থেকে অনুবাদ: অতঃপর নিশ্চয় নিশ্চয় সেদিন তোমাদেরকে নেয়ামত সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
তখন অনেক্ষণ পর্যন্ত কান্না করতে থাকেন। আমি তাঁর তিলাওয়াত শুনাতে মগ্ন হয়ে গেলাম এবং সেখানেই দাঁড়িয়ে রইলাম, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতকেই বারবার পাঠ করতে থাকেন আর কান্না করতে থাকেন, এমনকি সকাল হতে লাগলো, অতঃপর তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ রুকু করলেন। আমি নিজের বাড়ির দিকে চলে গেলাম, আমি অযু করে মসজিদে উপস্থিত হলাম, তখন দেখলাম যে, মসজিদে ইলমে দ্বীনের বৈঠক চলছে, লোকেরা তাঁর আশেপাশে গোল (Circle) করে বসে আছে এবং তাঁর চেহারা মুবারকে সুন্দর নূর চমকাচ্ছে। * মুহাম্মদ বিন খালিদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যখনই আমি হযরত ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর চেহারার দিকে তাকাতাম তখন তাঁর চেহারায় আমি আখিরাতের (প্রতি ভীতদের) নিদর্শন দেখতাম। যখন তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কথা বলতেন তখন আমি জেনে যেতাম যে, তাঁর মুখ দিয়ে সত্য বের হচ্ছে। * হযরত আবু মুসয়াব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হযরত ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ রাতের একটি অংশে দীর্ঘ রুকু ও সিজদা করতেন, যখন