Sadqat K Fazail

Book Name:Sadqat K Fazail

    হাকীমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই সর্বশেষ হাদীসে পাকের ব্যাখ্যায় বলেন: সদকা প্রদানকারী দানশীলের  জীবনও উত্তম হয়ে থাকে, প্রথমত: তার দুনিয়াবী বিপদাপদ আসেই না  এবং যদি পরীক্ষামূলক এসেও যায় তবে আল্লাহ পাকের পক্ষ থেকে তার প্রশান্ত হৃদয় নসীব হয়, যা দ্বারা সে ধৈর্য্য ধারণ করে সাওয়াব অর্জন করে নেয়, মোটকথা তার জন্য বিপদাপদ গুনাহ নিয়ে আসে না, মাগফিরাত নিয়ে আসে, মন্দ মৃত্যু মানে হলো খারাপ শেষ পরিণতি বা হঠাৎ উদাসীনতার মৃত্যু অথবা মৃত্যুর সময় এরূপ নিদর্শন প্রকাশ হওয়া যা মৃত্যুর পর দূর্নামের কারণ হয় এবং এমন কঠিন রোগ যা মৃতের মনে ভয় সঞ্চার করে আল্লাহ পাকের যিকির থেকে উদাসীন করে দেয়, মোটকথা দানশীল ব্যক্তি সকল অমঙ্গল থেকে নিরাপদ থাকে

(মিরাতুল মানাজিহ শরহে মিশকাতুল মাসাবিহ, ৩য় খন্ড, ১০৩ পৃষ্ঠা)

    হযরত আবু কাবশা আনমারী رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, তিনি নবীয়ে আকরাম, শাহানশাহে বনি আদম, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে ইরশাদ করতে শুনেছি, তিনটি বিষয় এমন, যার প্রতি আমি শপথ করছি এবং একটি বিষয় সম্পর্কে তোমাদের সংবাদ দিচ্ছি,তা স্মরণ রাখো, ইরশাদ করলেন: কোন বান্দার সম্পদ সদকা করাতে কমে যায়না এবং কেউ যদি অত্যাচার করে এবং সে এতে ধৈর্য্য ধারণ করে, তবে আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দেন এবং কেউ যদি (নিজের জন্য) ভিক্ষার দরজা খুলে নেয়,তবে আল্লাহ পাক তার প্রতি অভাবের দরজা খুলে দেন এবং তোমাদের আরো একটি বিষয় জানিয়ে রাখছি, তা স্মরণ রেখো, ইরশাদ করলেন: দুনিয়া হচ্ছে চার প্রকার বান্দাদের। (১) ঐ বান্দার, যাকে আল্লাহ পাক সম্পদ এবং জ্ঞান দিয়েছেন, আর সে এতে আল্লাহ পাককে ভয় করে (এবং নেক আমল করে), আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে এবং এতে আল্লাহ পাকের হক সমূহ সম্পর্কে জানে (সদকা ও যাকাত আদায় করে) এরূপ ব্যক্তি উত্তম মর্যাদাবান। (২) ঐ বান্দা, যাকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছে এবং সম্পদ দেননি, সে একনিষ্ট নিয়্যতে বলে যে, যদি আমার নিকট সম্পদ হতো তবে আমি অমুকের (পূর্ববর্তী ব্যক্তি) ন্যায় আমল করতাম, সে তার এই নিয়্যতের প্রতিফল পাবে এবং এই দুজন (প্রথম ও দ্বিতীয়) সাওয়াবের ক্ষেত্রে সমান। (৩) ঐ বান্দা, যাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে এবং জ্ঞান দেননি, সে নিজের সম্পদ কোন চিন্তা ভাবনা ছাড়াই ব্যয় করে, এতে