Baap Ki Azmat o Shan

Book Name:Baap Ki Azmat o Shan

হাদীস: ৩৫৭৩, নাম্বার: ২৪৯) এই ঘটনা থেকে আমরা পিতার খেদমতের পাশাপাশি এটাও শিখতে পারলাম যে, নিঃসন্দেহে যে অল্প সম্পদে বরকত থাকে, সেটা সেই বেশি সম্পদ থেকেও ভালো যা হারাম হয় এবং বরকত শূন্য নয়যাই হোক এই ছেলেটি পিতার খেদমত করল, আর আল্লাহ পাক তাকে গায়েবের খাযানা থেকে সম্পদশালী করে দিলেন

صَلُّوا عَلَی الْحَبِیْب!                  صَلَّی اللہُ تَعَالٰی عَلٰی مُحَمَّد

 

প্রিয় ইসলামী ভাইয়েরা! এই ঘটনায় পিতামাতা এবং সন্তান উভয় পক্ষের জন্য শিক্ষা রয়েছে পিতামাতা বলেন যে, সন্তানদের জন্য অনেক কিছু রেখে যেতে হবে, আরে ভাই! সন্তানদের জন্য তো উপার্জন করছি, সন্তানদের জন্য ঘর বানাচ্ছি, ফ্যাক্টরি বানাচ্ছি, কারখানা বসাচ্ছি, দোকান খুলছি, ব্যবসা জমাচ্ছি, প্লট কিনছি, সন্তানদের জন্য এই সবকিছু চিন্তা করা হয় কিন্তু এটা চিন্তা করা হয় না যে, সন্তানদের জন্য হালাল উপার্জন করছি নাকি হারাম? সন্তানদের কীভাবে প্রতিপালন করছি? সন্তানদের কী শেখাচ্ছি? সন্তানদের পড়াশুনোয় কত মনোযোগ দিচ্ছি? সন্তানদের ইসলামী শিক্ষা থেকে কতটুকু পরিচিত করাচ্ছি? সন্তানদের সভ্যতা ভদ্রতা কতটুকু শেখাচ্ছি? স্মরণ রাখুন! যে ব্যক্তি সন্তানদের জন্য সম্পদ রেখে যায় এবং সন্তানদের ভালো প্রতিপালন না করে, যদি তারা সেই সম্পদ দিয়ে হারাম কাজ করে, তবে তাকে আযাব ভোগ করতে হবে হযরত ওমর ইবনে আব্দুল আযিয رَحْمَۃُ اللہِ تَعَالٰی عَلَیْہِ সম্পর্কে বর্ণিত আছে যে, যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন তখন তার কাছে খুব সামান্য সম্পদ ছিল, কেউ বলল: আপনি আপনার সন্তানদের জন্য কিছুই রেখে যাননি তিনি رَحْمَۃُ اللہِ تَعَالٰی عَلَیْہِ কী চমৎকার উত্তর দিলেন যে, যদি আমার