Qaroon Ko Naseehat

Book Name:Qaroon Ko Naseehat

(): কারূনকে প্রথম উপদেশ

          নেককার মুসলমানরা কারূণকে উপদেশ দিতে গিয়ে বলেন:

لَا تَفْرَحْ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْفَرِحِیْنَ(۷۶)

(পারা: ২০, সূরা ক্বাসাস, আয়াত: ৭৬)                             

কানযুল ঈমান থেকে অনুবাদ: দম্ভ করো না। নিশ্চয় আল্লাহ্‌ দাম্ভিকদের পছন্দ করেন না

 

          অর্থাৎ হে কারূন..!! আল্লাহ পাক তোমাকে সম্পদ দিয়েছেন, তুমি সেই সম্পদ নিয়ে গর্ব অহংকার করা থেকে, দাম্ভিকতা প্রদর্শন করা থেকে বেঁচে থাকো, নিশ্চয় আল্লাহ পাক অহংকারীদের পছন্দ করেন না

(তাফসীরে জালালাইন, পারা: ২০, সূরা ক্বাসাস, আয়াতের পাদটিকা: ৭৬, পৃ: ৩৩৩)

 

খুশির দুইটি প্রকারভেদ

প্রিয় ইসলামী ভাইয়েরা! এক্ষেত্রে একটি বিষয় মাথায় গেঁথে নিন! কোন নেয়ামত পাওয়াতে মনে যেই খুশি এসে থাকে সেটা দুই ধরনের, যথা: () একটি হলো অহংকারের খুশি, এটি হারাম () দ্বিতীয়টি হলো কৃতজ্ঞতার খুশি (উদাহরণস্বরুপ নেয়ামত পেলে ê মন খুশি হওয়া
ê হৃদয়ে কৃতজ্ঞতার স্পৃহা সৃষ্টি হওয়া ê ধীরে ধীরে চিন্তাধারা আসা যে, আহ! আমি তো অযোগ্য ê আমার প্রতিপালক আমার উপর কতো বড় অনুগ্রহ করেছেন ê আমাকে এমন নেয়ামত দ্বারা ধন্য করেছেন ê এখন বান্দা খুশি হচ্ছে ê খুশিতে সম্পদ বন্টন করছে ê আল্লাহর রাস্তায় ব্যয় করছে ê দ্বীনি মাহফিলের আয়োজন করছে ê ভালো কাজ করছে
ê অতএব তার অন্তরে কৃতজ্ঞতার স্পৃহা রয়েছে আর সেটা হলো নেয়ামত পাওয়ার কারণে সেই কৃতজ্ঞতার স্পৃহায় আনন্দিত হওয়া) এটা যেই খুশি, সেটা হলো ইবাদত আল্লাহ পাক ইরশাত করেন:

قُلْ بِفَضْلِ اللّٰهِ وَ بِرَحْمَتِهٖ فَبِذٰلِكَ فَلْیَفْرَحُوْاؕ

(পারা: ১১, সূরা ইউনুস, আয়াত: ৫৮)     কানযুল ঈমান থেকে অনুবাদ: আপনি বলুন, ‘আল্লাহ্‌রই অনুগ্রহ ও তারই দয়া, সেটারই উপর তাদের আনন্দ প্রকাশ করা উচিত

 

হে আশিকানে রাসূল! আমাদের উচিত সর্বদার জন্য এই বিষয়টি নিজেদের অন্তরে গেঁথে নেয়া এবং এটা নিজেদের অভ্যাসে পরিণত করা যে, ছোট থেকে ছোট নেয়ামত হোক বা বড় থেকে বড় নেয়ামত হোক, যাই নসিবে রয়েছে ì কখনো যেনো তা নিয়ে অহংকার না করি ì দাম্ভিকতা না দেখাই ì গর্ব না করি ì বড়ত্ব প্রদর্শন না করি বরং ì কৃতজ্ঞতার স্পৃহায় উজ্জীবিত হয়ে নিজেদের মস্তক আপন প্রতিপালকের দরবারে ঝুকিয়ে নিই ì তাঁর কৃতজ্ঞতা আদায় করি এবং খুশির স্পৃহার সহিত আনন্দ প্রকাশ করি দেখুন! কারূন সম্পদ পেলো, এটা আল্লাহ পাকের দয়া ছিলো কিন্তু সেই দুষ্ট ì দাম্ভিক হয়ে গেলো ì অহংকারবশত খুশি হলো ì সে গর্ববোধ করলো অতঃপর তার পরিণাম কি হলো, সেই অপদার্থ তার ধন-সম্পদ নিয়ে জমিনে ধ্বসে গেলো

প্রিয় ইসলামী ভাইয়েরা! এটি খুব সুন্দর একটি কথা কুরআনে করীমের এই বাক্যটি নিজের হৃদয়ে গেঁথে নেয়া উচিত: