Book Name:Nafarmani Ka Anjam
কানযুল ঈমান থেকে অনুবাদ: ছড়িয়ে পড়েছে অশান্তি স্থলে ও জলে এসব কুকর্মের কারণে, যা হাতগুলো অর্জন করেছে, যাতে তাদেরকে তাদের কোন কোন কর্মের স্বাদ গ্রহণ করান, যাতে তারা ফিরে আসে।
اَللهُ اَكْبَرُ প্রতীয়মান হলো; আল্লাহ পাকের নাফরমানী আর গুনাহের কারণে যমিনে ফ্যাসাদ সৃষ্টি হয়ে থাকে, দূর্ভিক্ষ দেখা দেয়, বৃষ্টি বন্ধ হয়ে যায়, ফসল বরবাদ হয়ে যায়, মহামারী ছড়িয়ে পড়ে আর না জানি আরও কি কি ফ্যাসাদ যমিনে প্রকাশ পেয়ে থাকে।
হযরত মুজাহিদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যখন দূর্ভিক্ষ বড় আকার ধারণ করে নেয়, বৃষ্টি বন্ধ হয়ে যায় তখন পশুরা নাফরমানদের উপর অভিশাপ দেয় আর বলে: এই বছরের দূর্ভিক্ষ মানুষের গুনাহের কারণে এসেছে।
(তাফসীরে বাগভী, পারা: ২, সূরা বাকারা,: ১৫৯ আয়াতের পাদটীকা ১/১৩০)
হে আশিকানে রাসূল! গভীর চিন্তা করুন! এরচেয়ে বড় অপমান আর কি হতে পারে যে, মানুষ হলো আশরাফুল মাখলুকাত কিন্তু যখন তারা গুনাহ করে, তাদের অবাধ্যতা সীমা অতিত্রুম করে ফেলে তখন পশু, যারা আমাদের চেয়ে অনেক নিম্ন পর্যায়ের, তারাও মানুষকে মন্দ বলে। বুঝা গেলো! যে অবাধ্য, সে নিজের মর্যাদাকে ক্ষুন্ন করে থাকে আর মনুষত্বের স্তর থেকে সরে গিয়ে লাঞ্চনার গহ্বরে গিয়ে পতিত হয়।
হে আশিকানে রাসূল! অবাধ্যতা শুধুমাত্র দুনিয়াতে নয়, কবর এবং আখিরাতেও লাঞ্চনার কারণ। আল্লামা ইবনে হাজর মক্কী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যখন আমি ছোট ছিলাম তখন নিয়মিত