Jannat ke Qeemat

Book Name:Jannat ke Qeemat

স্বাদ থেকে ভিন্ন হবে, সেই স্বাদগুলো একই সাথে অনুভব করবে, এক স্বাদের অনুভূতি অন্য স্বাদকে বাঁধা দিবে না * জান্নাতবাসীদের না পোশাক পুরাতন হবে, না তাদের যৌবন নষ্ট হবে * জান্নাতের কাপড় যদি দুনিয়াতে কেউ পরিধান করে, যে কাপড় দেখবে সেই অজ্ঞান হয়ে যাবে, আর লোকদের দৃষ্টি তা সহ্য করতে পারবে না * কোনো হুর যদি সমুদ্রে থুথু নিক্ষেপ করে তার থুথুর মিষ্টতার কারণে সমুদ্রের পানি  মিষ্টি হয়ে যাবে অন্য এক বর্ণনায় রয়েছে: যদি জান্নাতের মহিলা সাত সমুদ্রে থুথু নিক্ষেপ করে তখন সেই সমুদ্র মধুর চেয়েও বেশি মিষ্টি হয়ে যাবে * মাথার চুল পলক, আর ভ্রু ছাড়া জান্নাতীর শরীরে কোথাও সম্পদ থাকবে না, সবাই দাঁড়ি বিহীন হবে, চোখে সূরমা লাগানো থাকবে, ত্রিশ ৩০ (Thirty years) বছরের মতো মনে হবে এর চেয়ে বেশি মনে হবে না * অতঃপর লোকেরা আল্লাহর নির্দেশে একটি বাজারে যাবে যেটা ফেরেশতা দ্বারা পরিবেষ্টিত, তার মধ্যে সকল জিনিস থাকবে এর উদাহরণ তারা না কখনো দেখেছে আর না কখনো কানে শুনেছে, না অন্তরে এর কল্পনা করেছে তার মধ্যে যা চাইবে তার সাথে তা চলে যাবে ক্রয় বিক্রয় হবে না * জান্নাতবাসী সেই বাজারটিতে পরস্পরের সাথে সাক্ষাৎ করবে, নিম্ন মর্যাদাবান লোকেরা উচ্চ মর্যাদাবান লোকদেরকে দেখবে, এর পোশাক পছন্দ করবে, এমনকি আলাপ-আলোচনা শেষ হওয়ার আগেই ভাববে আমার পোশাক এর চেয়েও ভালো আর এটা এই কারণে হবে যে জান্নাতে কারো কষ্ট হবে না * জান্নাতবাসী পরস্পরের সাথে সাক্ষাৎ করতে চাইলে তখন একজনের আসন অন্য জনের নিকট চলে যাবে * তাদের মধ্যে আল্লাহ পাকের নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই, যে আল্লাহ পাকের দয়ায় সকাল সন্ধ্যায় দীদার লাভে ধন্য হবে * যখন জান্নাতবাসীকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ পাক তখন তাদের ইরশাদ করবেন: তোমরা কি আর কিছু চাও যা আমি তোমাদেরকে দিবো? আরয করবে: তুমি আমাদের মুখ উজ্জ্বল করেছো, জান্নাতে প্রবেশ করিয়েছো, দোযখ থেকে মুক্তি দিয়েছো সেই সময় পর্দা উঠে যাবে যা সৃষ্টির মাঝে ছিলো তখন আল্লাহ পাকের দীদারের চেয়েও বড় কিছু তারা পাবে না  

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد