Hazrat Talha Bin Ubaid Ullah

Book Name:Hazrat Talha Bin Ubaid Ullah

    প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত ইবনে উবাইদুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ এর জীবনী মোবারক থেকে জানা যায়, আল্লাহ পাকের পছন্দনীয় ব্যক্তিদের নামে নিজ সন্তানদের নাম রাখা সাহাবায়ে কিরামগণ رَضِیَ اللهُ عَنْہُمْ এর সুন্নাত তাই পিতা-মাতার উচিত সন্তানের ভালো নাম রাখা কারণ এটা তাদের পক্ষ থেকে নিজের সন্তানের জন্য সর্বপ্রথম মৌলিক উপহার যেটা সারা বছর নিজের বুকের সাথে লাগিয়ে রাখে, এমনকি যখন হাশরের ময়দানে উপস্থিত হবে তখন সেই নামে মহান প্রতিপালকের দরবারে আহবান করা হবে যেমনিভাবে হযরত আবু দারদা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত যে, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের তোমাদের নিজের পূর্বপুরুষদের (বাপ-দাদার) নামে আহবান করা হবে,তাই তোমরা ভালো নাম রাখো

(সুনানে আবু দাউদ, কিতাবুল আদব, /৪৭৪ পৃষ্ঠা, হাদীস: ৪৯৪৮)

    এই হাদীসে পাক থেকে ঐসব লোকেরা শিক্ষা অর্জন করুন যারা নিজ সন্তানের নাম কোন সিনেমার নায়ক, গায়ক, শিল্পী বা আল্লাহর পানাহ অমুসলিমের নামে নাম রেখে দেয়, এর চেয়ে জঘন্য লাঞ্চনা আর কি হবে যে, মুসলমানের সন্তানকে কাল কিয়ামতের দিন অমুসলিমদের নাম ধরে আহবান করবে

    সাধারণত আমাদের সমাজে দেখা যায় যে, বাচ্চাদের নাম নির্ধারণ করার দায়িত্ব কোন নিকটতম আত্মীয় যেমন দাদী, ফুফী, চাচা ইত্যাদিকে অর্পন করে দেয়া হয় আর সাধারণত শরয়ী মাসআলা নাজানার কারণে তারা বাচ্চাদের এমন নাম রাখে যেটার কোন অর্থও নেই অথবা ভালো কোন অর্থ হয় না, এমন নাম রাখা থেকে বিরত থাকা উচিত আম্বিয়ায়ে কিরাম    عَلَیْهِمُ السَّلَام  এর নাম সমূহ সাহাবায়ে কেরাম তাবেয়ীন এবং আউলিয়ায়ে কিরামগণ رَضِیَ اللهُ عَنْہُمْ اَجْمَعِين  এর নামে নাম রাখবেন যেটার একটি উপকার এটা হবে যে, বাচ্চাদের আল্লাহ ওয়ালাদের সাথে রুহানী সম্পর্ক প্রতিষ্ঠিত হয়ে যাবে আর দ্বিতীয়ত এসব নেককার ব্যক্তিদের সাথে সম্পৃক্ত হওয়ার বরকতে তাদের জীবনে মাদানী প্রভাবও সংগঠিত হবে اِنْ شَآءَ الله ।   

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বাচ্চাদের নাম রাখা সম্পর্কে শরয়ী আহকাম জানার জন্য মাকতাবাতুল মদীনার কিতাব নাম রাখনে কি আহকাম” অধ্যয়ন করুন। اَلْحَمْدُ لِلّٰه এই