Hazrat Talha Bin Ubaid Ullah

Book Name:Hazrat Talha Bin Ubaid Ullah

উত্তর (ভয়েস আকারে) এবং দরুল ইফতার -মেইল এড্রেস (darulifta@dawateislami.net) এর মাধ্যমে কম বেশি (৮০০) প্রশ্নের উত্তর আর চারটি ন্যাশনাল মোবাইল নম্বর তিনটি ইন্টার ন্যাশনাল নম্বরের মাধ্যমে মুরশিদের দেশ, যুক্তরাজ্য, ইউরোপ, আমেরিকা এবং সারা দেশে মুসলমানদেরকে প্রতি মাসে প্রায় দশ হাজার এর কাছকাছি প্রশ্নের উত্তর দেয়া হয়

    اَلْحَمْدُ لِلّٰه জমাদিউল উলা হিজরী অনুযায়ী মার্চ ২০১৫ (Whatsapp) নম্বর অন করে দেওয়া হয়েছে اَلْحَمْدُ لِلّٰه প্রথম দিনেই ১৫০০ এরও  বেশি মেসেজ এসেছে اِنْ شَآءَ الله আশা আছে: এই প্রশ্নের মাধ্যমেও প্রতি মাসে হাজার হাজার প্রশ্নকারীকে  শরয়ী দিক নির্দেশনা দেয়া হবে এবং প্রতি মাসে দারুল ইফতাতে আগত প্রশ্নকারীদেরকে প্রায় সাড়ে চার হাজার (৪৫০০) এর চেয়েও বেশি মোখিক উত্তর দেয়া হয় اَلْحَمْدُ لِلّٰہ দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিগণ এবং উলামায়ে কেরামের পক্ষ থেকে অনেক বছর থেকে মাদানী চ্যানেলে সাপ্তাহিক ৮টি অনুষ্ঠান দরুল ইফতা আহলে সুন্নাত (তিনটি ধারাবাহিক) আহকামে তিজারত, ফয়যানে ইলম, ফয়যানে ইসলাম, সুফিবাদের শিক্ষা ইত্যাদি সরাসরি অনুষ্ঠিত হয় তাছাড়া রেকর্ড অনুষ্ঠানও মাদানী চ্যানেলের সৌন্দর্য বৃদ্ধি পায় দরুল ইফতার ফেইসবুক পেইজ (Facebook Page) রয়েছে যার মধ্যে মাদানী চ্যানেলে অনুষ্ঠিত দারুল ইফতার অনুষ্টানের ক্লিপ, বিভিন্ন বিষয়ে ফতোওয়া এবং বাহারে শরীয়াত থেকে বিভিন্ন বিষয়ের উপর নির্বাচিত মাসআলা আপলোড (Upload) করা হয় ফেইসবুক পেইজের (Facebook Page) লিঙ্কটি নিয়ে নিন

(https://www.facebook.com/DaruliftaAhlesunnat) দারুল ইফতা আহলে সুন্নাত)

    اَلْحَمْدُ لِلّٰه সাংগঠনিক সমস্যার  দিক নির্দেশনার জন্য করাচী ও লাহোরে মাকতাবে ইফতা প্রতিষ্ঠা করা হয়েছে,যেখানে দাওয়াতে ইসলামীর বিভিন্ন বিভাগে সম্পাদিত দ্বীনি কাজের শরয়ী নিয়ম অনুযায়ী দিক নির্দেশনা নেয়া হয়।এছাড়া দাওয়াতে ইসলামীর অধিনে অসংখ্য মসজিদ, নতুন নির্মিত মসজিদ, জামেয়াতুল মদীনা, মাদরাসাতুল মাদীনা, দারুল মদীনা ও ইজারা শরয়ী বিষয়াবলিও দেখা হয়। মুসলমানদের সম্মুখিন হওয়া নতুন মাসআলা