Sadqat K Fazail

Book Name:Sadqat K Fazail

ঘটনা, নয়তো প্রত্যেকের জন্য শরীয়াতে এই বিষয়ে অনুমতি নেই যে, কারো আমানতকে নিজের জন্য ব্যবহার করে নেয়া বা তা অন্য লোকের জন্য ব্যয় করে দেয়া

অতুলনীয় তাওয়াক্কুল এবং অনুপম সদকা

    অনুরূপভাবে হযরত সায়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا থেকে বর্ণিত, এক মিসকিন তাঁর নিকট ভিক্ষা চাইলো, আর তিনি رَضِیَ اللهُ عَنْہَا ছিলেন রোযাদার এবং ঘরে একটি রুটি ছাড়া আর কিচুই ছিলো না তিনি رَضِیَ اللهُ عَنْہَا তাঁর খাদেমাকে বললেন: তাকে এই রুটিটি দিয়ে দাও তখন খাদেমা বললো: আপনার ইফতারের জন্য এছাড়া আর কিছু নেই, সায়্যিদা আয়েশা رَضِیَ اللهُ عَنْہَا বললেন: তাকে সেই রুটি দিয়ে দাও খাদেমা বর্ণনা করলো, আমি সেই রুটি তাকে দিয়ে দিলাম, এখনো সন্ধ্যা হয়নি যে, আহলে বাইতের মধ্য থেকে কেউ বা অন্য কোন ব্যক্তি যিনি উপহার দিয়ে থাকেন, তাঁকে (হযরত আয়েশা رَضِیَ اللهُ عَنْہَا কে) উপহার স্বরূপ একটি ছাগল পাঠালেন, আগমনকারী সেই মাংসকে একটি কাপড় দ্বারা ঢেকে আনলেন তিনি رَضِیَ اللهُ عَنْہَا তাঁর খাদেমাকে ডেকে বললেন: নাও এখান থেকে খাও, এটি তোমার রুটির চেয়ে উত্তম

(শুয়াবুল ঈমান, বাবু ফিয যাকাত, ফসলূ ফিমা জা ফিল ঈসার, /২৬০, হাদীস নং-৩৪৮২)

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! এটি ছিলো আল্লাহ ওয়ালাদের আচরণ, যেমনই হোক সদকা দিতেন, এটিই কারণ যে, আল্লাহ পাক তাঁদের ভরসার কারণেই তাঁদেরকে উত্তম প্রতিদান দান করেন

    আপন যুগের আবদাল হযরত সায়্যিদুনা আবু জাফর বিন খাত্তাব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমার ঘরের দরজায় এক ভিক্ষুক ভিক্ষা চাইলো, আমি মুহতরমা স্ত্রীকে জিজ্ঞাসা করলাম: তোমার নিকট কি কিছু আছে? উত্তর পেলাম: চারটি ডিম আছে আমি বললাম: ভিক্ষুককে দিয়ে দাও তিনি তাই করেলেন ভিক্ষুক ডিম নিয়ে চলে গেলো তখনও সামান্য সময় অতিবাহিত হয়েছে যে, আমার নিকট এক বন্ধু ডিমে ভরা একটি ঝুড়ি পাঠালো আমি পরিবারকে (স্ত্রীকে) জিজ্ঞাসা করলাম: এতে মোট কয়টা ডিম আছে? সে বললো: ত্রিশটি আমি বললাম: তুমি তো ভিক্ষুককে চারটি ডিম দিয়েছিলে, এই ত্রিশটি কোন হিসাবে এলো! বললো: ত্রিশটি ভাল এবং দশটি ভাঙ্গা