Book Name:Shab e Barat Kese Guzarain

তিনি আমাদেরকে সুস্থতা নিরাপত্তা প্রদান করেন, বিভিন্ন ধরণের নেয়ামত দ্বারা ধন্য করে থাকেন, ধন-সম্পদ এবং রিযিক দান করার পাশাপাশি আমাদেরকে তাওবার দিকে আহ্বান করেন, নিজের অলসতার প্রতি অনুশোচনা প্রকাশ করার উৎসাহ প্রদান করেন, আমাদের গুনাহ ক্ষমা করার ওয়াদাই শুধু নয় বরং নিজের প্রিয় বানানোর সুসংবাদ দ্বারাও ধন্য করেন এবং যখন কেউ তাঁর দরবারে নত হয়ে যায়, নিজের উদাসীনতার জন্য অশ্রু প্রবাহিত করে এবং তাওবা করে নেয় তখন দয়ালূ প্রতিপালক তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, আসুন! উৎসাহ গ্রহণার্থে একটি ঘটনা শুনি

তাওবাকারী মুমিনের উদাহরণ

    হযরত শেহের বিন হাওশাব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেন: একবার হযরত ঈসা عَلَیْہِ السَّلَام তাঁর হাওয়ারিদের সাথে বসা ছিলেন, হঠাৎ একটি পাখি যার ডানায় মুক্তা ইয়াকুত লাগানো ছিলো এবং তা অন্যান্য সকল পাখির চেয়ে সুন্দর ছিলো, এসে হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর সামনে লুটোপুটি করতে লাগলো, যার ফলে তার চামড়া ছিলে গেলো এবং তা খুবই কুৎসিত লালচে টাকের মতো দেখতে লাগলো, অতঃপর সে একটি নালার কাছে এলো আর কাদায় লুটোপুটি খেতে লাগলো, যার ফলে সে কালচে এবং আরো কুৎসিত হয়ে গেলো, এরপর সে বহমান পানির নিকট এলো এবং তাতে গোসল করলো তখন তার সৌন্দর্য ফিরে এলো আর পূর্বের ন্যায় সুন্দর দেখা গেলো হযরত ঈসা عَلَیْہِ السَّلَام তা দেখে বললেন: এই পাখিটিকে তোমাদের নিকট নিদর্শন বানিয়ে পাঠানো হয়েছে যে, মুমিনের উদাহরণ এই পাখিটির ন্যায় যখন সে গুনাহে লিপ্ত থাকে তখন তার থেকে তার সৌন্দর্য চলে যায় অতঃপর যখন সে তাওবা করে তখন এর বরকতে গুনাহের কালো দাগ দূর হয়ে যায় এবং তার সৌন্দর্য ফিরে আসে (হিলইয়াতুল আউলিয়া, /৬০, নম্বর ৭৭৮৪)