Book Name:Maa Ki Dua Ka Asar

করেমাকে সন্তুষ্ট রাখা সন্তানের উপর আবশ্যক, মায়ের ঋণ থেকে মুক্ত হওয়া অসম্ভব, যেমনটি

মাকে কাঁধে উঠিয়ে গরম পাথরের উপর ছয় মাইল...

    এক সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে আরয করলো: একটি রাস্তায় পাথর এমন গরম ছিলো যে, মাংসের টুকরো এতে রাখা হলে তা কাবাব হয়ে যাবে! আমি আমার মাকে কাঁধে ছড়িয়ে ছয় মাইল (প্রায় ৬৫৬. কিলোমিটার) পর্যন্ত গিয়েছি, তবে কি আমি আমার মায়ের ঋণ থেকে মুক্ত হয়ে গিয়েছি? হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: তোমার জন্মের সময় ব্যাথার যেরূপ ঝটকা সে সহ্য করেছে, সম্ভবত এটি তা থেকে একটি ঝটকার বদলা হতে পারে

(মুজামুস সগীর, /৯২, হাদীস নং-২৫৭)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! চিন্তা করুন! যদি কোন গরম বিছানায় নিজের মাকে নিজের কাঁধে ছড়িয়ে মাইল সফর করে তারপরও সে তার মায়ের ঋণ তো দূরের কথা বাঁচ্চা জন্মের সময় মা যে কষ্ট সহ্য করে সেটারও ঋণ আদায় করদে পারলো না মা দয়ালু ব্যক্তিত্ব, যে সন্তানের জন্য কেঁদে কেঁদে দোয়া করে থাকে, মায়ের দোয়া সন্তানকে জান্নাতে নিয়ে যায়, মায়ের দোয়া আল্লাহ পাকের অনুগত বানিয়ে দেয়, মায়ের দোয়া গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, মায়ের দোয়া সন্তানকে বিলায়তের মর্যাদা পর্যন্ত পৌঁছিয়ে দেয়, মায়ের দোয়া সন্তানের ভাগ্য সুপ্রসন্ন করে দেয়, মায়ের দোয়া সন্তানের হকে কবুল হয়ে থাকে, মায়ের দোয়া সফলতা দিয়ে থাকে, মায়ের দোয়া রহমত অবতীর্ণের মাধ্যম, মায়ের দোয়া গুনাহ ক্ষমার উৎস, মায়ের দোয়ার বরকতে রব তায়ালা সন্তানের উপর থেকে বিপদাপদ এবং পরীক্ষাকে দূর করে দেয় আসুন! আজ আমরা মায়ের দোয়া বরকত সম্বলিত কয়েকটি ঈমানোদ্দীপক ঘটনা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি

মায়ের দোয়ার সুফল

    হযরত আব্দুর রহমান বিন আহমদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর পিতা হতে বর্ণনা করছেন; আমি আমার পিতাকে বলতে শুনেছি যে, একদা এক বৃদ্ধা মহিলা হযরত ইবনে মুখাল্লাদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দরবারে এসে উপস্থিত হলো এবং আরয করলো: আমার যুবক পুত্রটিকে রোমীয়রা বন্দি করে নিয়েছে। আমার একটি ছোট্ট ঘর আছে, তা ছাড়া আমার নিকট আর