Book Name:Maa Ki Dua Ka Asar

পূর্বে ভালো ভালো নিয়্যত করা যেতে পারে (বাহারে নিয়্যত, ১০ পৃষ্ঠা) * ভালো নিয়্যত ছাড়া কোন নেক কাজের সাওয়াব পাওয়া যায় না (সাওয়াব বৃদ্ধির উপায়, পৃষ্ঠা) উত্তম আমলে ভালো নিয়্যতের অর্থ এটা যে অন্তরের দিকে ধ্যন করে এই আমল আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করছি (বাহারে নিয়্যত, ১০ পৃষ্ঠা) * নিয়্যত অন্তরের ইচ্ছাকে বলে, অন্তরে নিয়্যত তাকার সত্ত্বেও মুখে উচ্চারণ কারা অধিক উত্তম (বাহারে নিয়্যত, ১০ পৃষ্ঠা)

ঘোষাণা

    নিয়্যতের অবশিষ্ট সুন্নাত আদব তরবিয়্যতী হালকাতে বর্ণনা করা হবে তাই এগুলো জানার জন্য তরবিয়্যতী হালকাতে অবশ্যয় অংশগ্রহণ করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত

৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া

(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:

اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ

الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ

            বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন

(আফযালুস সালাওয়াতি লা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)

 

(২) সমস্ত গুনাহের ক্ষমা:

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍوَّعَلٰى اٰلِهٖ وَسَلِّمْ

            হযরত সায়্যিদুনা আনাস رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত; নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি দরূদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে

(আফযালুস সালাওয়াতি লা সায়্যিদিস সাদাত, ৬৫ পৃষ্ঠা)