Book Name:Maa Ki Dua Ka Asar

বিশেষ ব্যক্তিদের বিভাগ

    اَلْحَمْدُ لِلّٰه! দাওয়াতে ইসলামী ইলমে দ্বীন ছড়ানোর জন্য ৮০টিরও বেশি বিভিন্ন বিভাগে দ্বীনের সেবা করে যাচ্ছে এগুলোর মধ্যে হতে একটি বিভাগ হলো বিশেষ ব্যক্তিদের বিভাগ রয়েছে অন্ধ, বধির বোবা ইসলামী ভাইদের ইলমে দ্বীন না থাকা এবং নেককারদের সংস্পর্শ থেকে দূরে থাকার কারণে অনেক সময় প্রয়োজন জ্ঞান থেকে বঞ্চিত হয়ে যায় সমাজে এসব মানুষদের নিকট ইলমে দ্বীন প্রসার করার জন্য এই বিভাগ অনেক শহরে দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমাতে অন্ধ, বোবা বধির, ইসলামী ভাইদের হালকা বসানো হয় বিশেষ রাতে (রবিউল আউয়াল মাসে, গিয়ারবী শরীফ, শবে মিরাজ, শবে বরাত ইত্যাদি) তে অনুষ্ঠিত সুন্নাতে ভরা ইজতিমা রমযানুল মোবারকের ইজতিমায়ে ইতিকাফেও তাদের সংশোধন প্রশিক্ষণ দেয়া হয় যাতে মুলত মুখের ইশারায়, নাত, বয়ান, যিকির, দোয়ার অনুষ্ঠান হয় আর ব্রেইল (Braille) ভাষাতে অন্ধ ইসলামী ভাইদের জন্য পুস্তিকার কার্যক্রমও চলামান 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ান শেষ করার পূর্বে সুন্নাতের ফযীলত এবং কতিপয় সুন্নাত আদব বয়ান করার সৌভাগ্য অর্জন করছি হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালবাসলো সে (মূলত) আমাকে ভালবাসলো আর যে আমাকে ভালবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে (মিশকাতুল মাসাবীহ, ২য় খন্ড, ৫৫ পৃষ্ঠা, হাদীস-১৭৫)

 

সুন্নাতে করেঁ দ্বীন কা হাম কাম করে,

নেক হো জায়ে মুসলমান মদীনে ওয়ালে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

নিয়্যতের সুন্নাত ও আদব

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আনুস! নিয়্যতের সুন্নাত ও আদব সম্পর্কে কিছু মাদানী ফুল শুনার সৌভাগ্য অর্জন করি। প্রথমে ২টি হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী লক্ষ্য করুন। (১) ইরশাদ করেন: اِنَّمَا الاَعْمَالُ بِالنِّیَّات অর্থাৎ নিয়্যতের উপর আমলের নির্ভর। (বুখারী, ১/৫, হাদীস: ১) (২) ইরশাদ করেন: نِیَّۃُ الْمُؤْمِنِ خَیْرٌ مِّنْ عَمَلِہٖ অর্থাৎ মুসলমানের নিয়্যত তার আমল অপেক্ষা উত্তম। (মুজামে কাবির লিত তবরানী, ৬/১৮৫, হাদীস: ৫৯৬৬) * প্রত্যেক জায়েয কাজের